ঝিনাইদহের কোটচাঁদপুরে খেজুর গাছের রস চুরি করতে দেখে ফেলায় গাছের মালিক রাসেল খন্দকারকে মারধর করেছে চোর চক্রের সদস্যরা বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে পৌর এলাকার সলেমানপুর সরদার পাড়া মসজিদের সামনে ঘটনাটি ঘটে।
কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশিষ কুমার বলেন, “ঘটনার পর আহত রাসেল থানায় এসেছিলেন। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। হয়তো পরে অভিযোগ করতে আসতে পারেন। তবে, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।”
আরো পড়ুন:
বিজিবিকে মেরে মহিষ ছিনিয়ে নিলেন বিএনপির নেতাকর্মীরা
‘আমার কাছে বালির মূল্য বেশি, মানুষের কোনো মূল্য নাই’
আহত রাসেল খন্দকার সলেমানপুর গ্রামের আজিজুল হক খন্দকারের ছেলে।
আহত রাসেল খন্দকার জানান, সলেমানপুর ঘোষ পাড়ার মাঠে তার খেজুর গাছের বাগান। গাছ কেটে রেখে আসার পর রস চুরি হয়ে যায়। গত রবিবার রাতে চোর ধরতে মাঠে পাহারা দিচ্ছিলেন। এ সময় ৭-৮ জনের একটি দল রস গাছ থেকে রস নিয়ে ভ্যানে করে যাচ্ছিল। তাদের গতিরোধ করলে, তারা রস নিয়ে চলে যায়। এসময় তারা তাকে দেখে নেবে বলেও জানায়।
তিনি আরো জানান, রাতের ঘটনা তিনি ভুলেই গিয়েছিলেন। আজ দুপুরে তিনি ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। সলেমানপুর সরদার পাড়ার মসজিদের সামনে আসলে চোর চক্রের সদস্যরা তাকে আটকায়। তারা দা, রড ও লাঠি দিয়ে রাসেল খন্দকারকে পেটাতে শুরু করে। এ সময় স্থানীয়রা ছুটে আসলে তারা (চোর) পালিয়ে যায়। পরে স্বজনদের সহায়তায় হাসপাতালে ভর্তি হন তিনি। ওই ঘটনার সঙ্গে জড়িত আতিক নামের একজনকে চিনতে পেরেছেন বলেও জানান রাসেল খন্দকার।
কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাফসান রহমান বলেন, “আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
ঢাকা/শাহরিয়ার/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শাহবাজ শরিফ–জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, কী বললেন
কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গতকাল বুধবার দুজনকে ফোন করেন তিনি। এ সময় হামলার ঘটনা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্টি হওয়া উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব আরোপ করেন রুবিও।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে বলেন, শাহবাজ শরিফের সঙ্গে ফোনকলে পেহেলগামে হামলার ‘নিন্দা জানানোর প্রয়োজনীতা নিয়ে’ কথা বলেন রুবিও। একই সঙ্গে ‘অযৌক্তিক’ এই হামলার তদন্তে পাকিস্তানি কর্মকর্তাদের সহযোগীতার আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে করা আলাদা একটি ফোনকলে নয়াদিল্লির সঙ্গে সংহতি প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি পেহেলগামে হামলার পেছনে পাকিস্তানের হাত আছে বলে ভারত যে অভিযোগ তুলেছে এবং প্রতিশোধের যে হুমকি দিচ্ছে—এ বিষয়ে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান তিনি।
ট্যামি ব্রুস বলেন, ‘পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় যে প্রাণহানি হয়েছে, তা নিয়ে দুঃখ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী (রুবিও)। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের সঙ্গে একজোট হয়ে কাজ করার যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে, তা–ও পুনর্ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে উত্তেজনা কমাতে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তানের সঙ্গে কাজ করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।’