মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তার প্রথম পদক্ষেপগুলোর মধ্যে একটি হিসেবে  বাইডেন প্রশাসনের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হোয়াইট হাউজ বাইডেন প্রশাসনের বাতিল হয়ে যাওয়া নির্বাহী আদেশগুলোর একটি তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে গত বছরের ১ ফেব্রুয়ারি বাইডেন স্বাক্ষরিত একটি নির্বাহী আদেশ রয়েছে, যা মার্কিন সরকারকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর আক্রমণ, ভয় দেখানো বা সম্পত্তি দখলের চেষ্টাকারী যেকোনো বিদেশি নাগরিককে নিষেধাজ্ঞার ক্ষমতা দিয়েছে।

বাইডেনের মূল নির্বাহী আদেশে পশ্চিম তীরে ‘উগ্রপন্থি বসতি স্থাপনকারীদের সহিংসতার উচ্চ মাত্রা’ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে বলে সতর্ক করা হয়েছিল।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ন্ত্রণে ইসরায়েলের ব্যাপক ব্যর্থতার কারণে ওয়াশিংটনের ক্রমবর্ধমান হতাশার মধ্যে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন নিষেধাজ্ঞার আদেশে স্বাক্ষর করেছিলেন।

বছরের পর বছর ধরে ইসরায়েলি কর্তৃপক্ষ পশ্চিম তীরে ফিলিস্তিদের ওপর হামলার ঘটনাগুলো মূলত উপেক্ষা করেছে এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সর্বশেষ সরকারের আমলে সমস্যাটি আরো খারাপ হয়েছে।

ইসরায়েলের বিদায়ী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপন ও সহিংসতার ঘটনাগুলোকে একটি অপ্রাসঙ্গিক বিষয় বলে উড়িয়ে দিয়েছেন।

বাইডেনের স্বাক্ষরিত নির্বাহী আদেশের মাধ্যমে, গত এক বছরে আটটি পৃথক ব্যাচে ১৭ জন ব্যক্তি এবং ১৬টি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করা হয়েছিল।

এই নিষেধাজ্ঞাগুলো ট্রাম্প প্রশাসন এখন তুলে নিয়েছে।

উল্লেখযোগ্যভাবে, উত্তর পশ্চিম তীরে আল-ফুন্ডুক গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার কয়েক ঘণ্টা পরেই ট্রাম্প প্রশাসন এমন পদক্ষেপ নিয়েছে।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল

এছাড়াও পড়ুন:

গণতন্ত্রের পথে সংকট দেখছেন তারেক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে জনমনে সংশয় গণতন্ত্রের পথে সংকট তৈরি করতে পারে। নির্বাচনে অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হচ্ছে। দল ক্ষতিগ্রস্ত হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিতে বিএনপি প্রস্তুত। ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রায় চূড়ান্ত। নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রমের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সম্পর্কিত নিবন্ধ