বরিশাল নগরে বেড়াতে এসে ইজিবাইকের চাপায় নিহত হয়েছে পঞ্চম শ্রেণির ছাত্রী মোসাম্মত জান্নাত (১১)। বুধবার বেলা ১২টার দিকে বিএম কলেজ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা বিকাল ৪টা পর্যন্ত সড়ক আটকে বিক্ষোভ করেছেন।

বরিশাল নগরে বেড়াতে এসে ইজিবাইকের চাপায় নিহত হয়েছে পঞ্চম শ্রেণির ছাত্রী মোসাম্মত জান্নাত (১১)। বুধবার বেলা ১২টার দিকে বিএম কলেজ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা বিকাল ৪টা পর্যন্ত সড়ক আটকে বিক্ষোভ করেছেন। জান্নাত পটুয়াখালীর সদরের ফৌজদার পুল এলাকার নিজাম উদ্দিনের মেয়ে।

জানা গেছে, জান্নাত তার মায়ের সঙ্গে বিএম কলেজ এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। বুধবার দুপুরে চিপস খাওয়ার জন্য সে বাসার বাইরে যায়। সড়ক পার হওয়ার সময়ে একটি ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন।

এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে প্রায় চার ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। বিএম কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শাহাবুদ্দিন বলেন, বেপরোয়া গতির হলুদ অটোরিকশার চালকের কারণে বিএম কলেজের সামনের সড়কে ১০ বছরের শিশু জান্নাতুল মাওয়া ঘটনাস্থলে নিহত হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক ইজিবাইক চালককে গ্রেপ্তারের দাবিতে আমাদের আন্দোলন। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

মিজানুর রহমান বলেন, শিশু নিহতের প্রতিবাদে শিক্ষার্থীরা কিছু দাবি নিয়ে সড়ক অবরোধ করেছিল। পরে শিক্ষকদের সহায়তায় বুঝিয়ে বিকাল ৪টার দিকে সড়ক থেকে শিক্ষার্থীদের সরানো হয়।

উৎস: Samakal

কীওয়ার্ড: বর শ ল সড়ক দ র ঘটন সড়ক অবর ধ কল জ র

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ