বাণিজ্যমেলা ও অনলাইনে ওয়ালটন প্লাজায় টিভি, স্মার্টফোন কেনায় বিশেষ
Published: 23rd, January 2025 GMT
ক্রেতাদের উপচে পড়া ভিড় এবং বিকিকিনিতে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পণ্য কেনায় বাড়তি সুবিধা, সাশ্রয়ী দাম ও ভালো মান হওয়ায় ওয়ালটন প্যাভিলিয়নে ভিড় করছেন ক্রেতারা। মেলায় ওয়ালটন প্যাভিলিয়নে মডেলভেদে এলইডি টিভি ও মোবাইল ফোনে যথাক্রমে সর্বোচ্চ ১২ ও ৫ শতাংশ ছাড় দিচ্ছে ওয়ালটন। অনলাইনে ওয়ালটন প্লাজা থেকে পণ্য কেনার ক্ষেত্রেও এসব সুবিধা পাচ্ছেন গ্রাহক।
ওয়ালটন প্লাজার অনলাইন ক্যাম্পেইন ম্যানেজমেন্ট ও বিজনেস ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর নাফিস ইশতিয়াক জানিয়েছেন, ওয়ালটন কখনোই অতিরিক্ত মুনাফার কথা চিন্তা করে না। সাশ্রয়ী মূল্য ও স্বল্প মুনাফায় বিশ্বমানের পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়াই ওয়ালটনের উদ্দেশ্য। এরই ধারাবাহিকতায় বাণিজ্য মেলায় ওয়ালটন টিভি ও মোবাইল ফোন কেনায় বিশেষ ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। ঘরে বসেই ওয়ালটনপ্লাজা.
স্থানীয় বাজারে গ্রাহকপ্রিয়তার শীর্ষে আছে ওয়ালটন টিভি। ধারাবাহিকভাবে প্রতিবছর বাড়ছে টিভি বিক্রির পরিমাণ। এর কারণ—অত্যাধুনিক প্রযুক্তি, উন্নত ফিচার, উচ্চ গুণগত মান, আকর্ষণীয় আউটলুক, সাশ্রয়ী মূল্য, দেশের সর্বত্র সহজলভ্যতা এবং দ্রুত সর্বোত্তম বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা।
ওয়ালটন স্মার্ট টেলিভিশনে আছে ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট ব্রাউজিং, গেমিং; মোবাইলে রক্ষিত অডিও, ভিডিও, ইমেজ ইত্যাদি উপভোগ; লার্জ ভিউয়িং অ্যাঙ্গেল, হাই কন্ট্রাস্ট পিকচার, ডলবি ডিজিটাল সাউন্ড, নয়েজ রিডাকশন ও আল্ট্রা স্লিম ডিজাইন। বাণিজ্য মেলায় নির্দিষ্ট মডেলের ৩২, ৪৩ ও ৫৫ ইঞ্চি টিভি কেনায় ১২ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন ক্রেতারা।
এছাড়া, ওয়ালটনের অরবিট সিরিজের ‘অরবিট ওয়াই৫০’ মডেলের ফোনসহ ওয়ালটনের নির্দিষ্ট মডেলের যেকোনো স্মাার্টফোন কেনায় গ্রাহকদের ৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ওয়ালটন। ‘অরবিট ওয়াই৫০’ মডেলের ফোনটিতে ব্যবহৃত হয়েছে এইচডি প্লাস রেজুলেশনের বিশাল পর্দা, ট্রিপল ব্যাক ক্যামেরা, শক্তিশালী প্রসেসর, র্যাম-রমসহ নজরকাড়া সব ফিচার।
ওয়ালটন প্লাজা থেকে কেনাকাটায় পণ্যভেদে আছে কিস্তি সুবিধা, ডিসকাউন্টসহ জিরো ইন্টারেস্টে ইএমআই (ইক্যুয়াল মান্থলি ইনস্টলমেন্ট) সুবিধা এবং ফ্রি হোম ডেলিভারি। অনলাইন থেকে কেনা ওয়ালটন পণ্যের মূল্য ক্যাশ অন ডেলিভারি, অনলাইন ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধের সুযোগ আছে।
ঢাকা/মাহফুজ/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিশ্ব ইজতেমা মার্চে
প্রতিবছর জানুয়ারিতে বিশ্ব ইজতেমার আয়োজন করা হলেও এবার জাতীয় সংসদ নির্বাচনের কারণে তা পিছিয়ে মার্চ মাসে করা হবে।
সোমবার (৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ এ তথ্য জানিয়েছেন তাবলিগ জামাত বাংলাদেশ বা শুরায়ী নেজামের শীর্ষ নেতা মুফতি কেফায়েতুল্লাহ আজহারি।
আরো পড়ুন:
শেষ হলো দাওয়াতে ইসলামীর ইজতেমা
দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিগত বছরগুলোতে দুই পর্বে বিশ্ব ইজতেমা হলেও আগামী বছর এক পর্বে হবে। মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী বা সাদপন্থিদের ইজতেমা আয়োজনের সুযোগ থাকবে না।
মুফতি কেফায়েতুল্লাহ বলেছেন, “তাবলিগ জামাত বাংলাদেশ তাবলিগি এ মেহনতকে দ্বীনি মেহনত হিসেবে বিশ্বাস করে। দ্বীনি কাজের অংশ হিসেবে বর্তমান সরকারের অনুরোধ শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে আমরা আগামী বিশ্ব ইজতেমা মার্চে আয়োজনের বিষয়ে একমত হয়েছি। আমরা বিশ্বাস করি, এ সিদ্ধান্ত রাষ্ট্রীয় কার্যক্রমে সরকারের প্রতি সহযোগিতার শামিল।”
বিশ্ব ইজতেমা সাদপন্থিরা আয়োজন করতে পারবেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “সরকারের কাছে তারা লিখিত দিয়ে গতবার শেষবারের মতো ইজতেমার আয়োজন করেছিল। সেক্ষেত্রে তাদের আর ইজতেমা করার সুযোগ নেই।”
বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের কাছে তিনটি অনুরোধ তুলে ধরা হয়।
১. আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের আগেই ইজতেমার দিন-তারিখ ঘোষণা এবং সংশ্লিষ্ট কার্যক্রম শুরু করার জন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে অবহিত করা।
২. ইজতেমা যথাযথভাবে সম্পন্ন করতে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানকে অস্থায়ীভাবে কেপিআই (কি পয়েন্ট ইন্সটলেশন) ঘোষণা।
৩. ইজতেমায় আসা বিদেশি অতিথিদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে নভেম্বরের শেষ সপ্তাহে ভিসা সহজীকরণ-সংক্রান্ত পরিপত্র জারি করা।
ঢাকা/রায়হান/রফিক