ঘন কুয়াশায় সিলেটে সড়ক দুর্ঘটনা, নিহত ২
Published: 23rd, January 2025 GMT
সিলেটে ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে একটি সিএনজিচালিত অটোরিকশার চাপায় দুইজন শ্রমিক নিহত হয়েছেন।
সিলেট নগরীর চৌকিদেখী পেট্রোল পাম্পের সামনে বুধবার (২২ জানুয়ারি) রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শ্রমিক হলেন- সিলেট মহানগরের শাহজালাল উপশহরের তেররতন এলাকার (সি ব্লক) বাসিন্দা সেলিম মিয়ার ছেলে মো.
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, রাতে চৌকিদেখি পেট্রল পাম্পের সামনে একটি ট্রাক থেকে রড নামানোর কাজ করছিলেন তারা। রাত ৩টার দিকে ঘন কুয়াশায় দেখতে না পেয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি জব্দ করে। তবে চালক পালিয়ে গেছে। মরদেহ দুটি ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
ঢাকা/নূর/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম
১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক