যবিপ্রবি কোয়ান্টাম সায়েন্স ফেস্ট অনুষ্ঠিত
Published: 23rd, January 2025 GMT
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী কোয়ান্টাম সাইন্স ফেস্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে যশোরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১০টায় যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন ‘উন্নত মম শির’ এর উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। মেলায় আটটি স্কুল ও মাদরাসার অন্তত ৩০০ জন শিক্ষার্থী কুইজ ও গেমস প্রতিযোগিতায় অংশ নেন।
এছাড়া মেলা উপলক্ষে ক্যারিয়ার ও স্বাস্থ্য বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন যবিপ্রবির পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড.
এ বিষয়ে যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মো. মেহেদী হাসান বলেন, “এত সুন্দর বিজ্ঞান মেলার আয়োজন করার জন্য আয়োজক কমিটিকে অনেক ধন্যবাদ জানাই। আমি মনে করি যেভাবে যবিপ্রবি বাংলাদেশের একটি প্রথম সারির প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে, তেমনি যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজও একদিন দেশের প্রথম সারির একটি প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নেবে।”
উন্নত মম শিরের আহ্বায়ক মো: মাসুম বিল্লাহ বলেন, “আমরা এত বেশি সাড়া পাব ভাবিনি। স্কুলের ছোট শিশুরাও এতো সুন্দর বিজ্ঞানমুখী আইডিয়ার প্রকল্প বানাতে পারে, তা অভাবনীয়। যেসব শিক্ষক ও শিক্ষার্থীরা আমাদের সহযোগিতা করেছেন, তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আমরা চাই, গ্রামের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের আলো ছড়িয়ে দিতে। আমরা খুব শীঘ্রই আরো কিছু সৃজনশীল উদ্যোগ হাতে নিয়েছি, যা শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আরো আগ্রহী করে তুলবে।”
অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রকল্প পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকবৃন্দ। বিকেল ৪টায় সমাপনী অনুষ্ঠানে যশোরের বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়।
ঢাকা/ইমদাদুল/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ক ল অ য ন ড কল জ প রকল প
এছাড়াও পড়ুন:
খুলনায় ৮ ঘণ্টার ব্যবধানে ২ জনকে কুপিয়ে হত্যা
খুলনায় মাত্র আট ঘণ্টার ব্যবধানে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় মনোয়ার হোসেন টগর নামে এক যুবক এবং শনিবার (২ আগস্ট) ভোরে দিঘলিয়া উপজেলার বারাকপুরে আল-আমিন সিকদার নামে এক ভ্যানচালক খুন হন।
দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা
পুলিশ জানায়, শনিবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে দিঘলিয়া উপজেলার বারাকপুর নন্দনপ্রতাপ গ্রামে আল-আমিন সিকদার (৩৩) নামে এক ভ্যানচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আল-আমিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, “আল-আমিনের স্ত্রীর সাবেক স্বামী মো. আসাদুল ঝিনাইদহ থেকে এসে অতর্কিতে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর আসাদুল পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার সাবেক স্ত্রীকে বিয়ে করার কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।”
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
নগরীতে ছুরিকাঘাতে যুবক খুন
অপরদিকে, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন সবুজবাগ এলাকায় নিজ বাড়িতে ছুরিকাঘাতে খুন হন মনোয়ার হোসেন টগর (২৫) নামে এক যুবক। তিনি ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক টগরের বাড়িতে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা মডেল থানার এসআই আবদুল হাই বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, হত্যাকারীরা টগরের পূর্ব পরিচিত। তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারে অভিযান চলছে।”
ঢাকা/নুরুজ্জামান/ইভা