খুলনার প্রতিশোধে শেষ বিপিএল চট্টগ্রাম পর্ব
Published: 23rd, January 2025 GMT
নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্য নাগালে রাখার পর দারুণ ব্যাটিংয়ে সিলেট স্ট্রাইকার্সকে সহজে হারিয়েছে খুলনা টাইগার্স। দুর্দান্ত জয়ে মধুর প্রতিশোধও নিয়েছে তারা।  
দুই দলের প্রথম দেখায় সিলেটে সিলেট স্ট্রাইকার্স জিতেছিল ৮ রানে। এবার খুলনা ৬ উইকেটের জয়ে আধিপত্য দেখাল। তাদের এই জয় এবং সিলেটের আরেকটি হার দিয়ে বিপিএলের এবারের আসরের চট্টগ্রাম পর্ব শেষ হলো।
হাতে উইকেট থাকলেও ম্যাচটায় শেষ পর্যন্ত লড়াই হয়েছে। জয়ের জন্য খুলনার শেষ ৬ বলে ৫ রান লাগত। প্রথম বলে বোসিস্তো এক রান নিয়ে প্রান্ত বদল করেন। পরের বলে রস ব্যাটে-বলে সংযোগ করতে পারেননি। ডট হয়। তৃতীয় বলে এক রান নিয়ে তিনি প্রান্ত বদল করেন। চতুর্থ বলে বোস্তিতো ডট খেললে ম্যাচে উত্তেজনা ছড়ায়।
আরো পড়ুন:
ব্যাটিং ছায়া থেকে বেরিয়ে বোলিং আনন্দে বার্ল
২ ওভারে ৩৯, বাকি ১৮ ওভারে ১১৩!
শেষ ২ বলে সমীকরণ নেমে আসে ৩ রানে। সিলেটের ডাগআউটে ছিল রোমাঞ্চ। খুলনার উৎকণ্ঠা। পঞ্চম বলে সেই উৎকন্ঠাকে আনন্দে পরিণত করেন বোসিস্তো। টপলির লেন্থ বল মিড উইকেট দিয়ে উড়িয়ে ছক্কা হাঁকান। তাতে এক বল আগে জয় নিশ্চিত হয় খুলনার।
অবশ্য ম্যাচটা এতদূর গড়াত কিনা সেটাই প্রশ্নের। ৮ চার ও ২ ছক্কায় ৫০ বলে ৭০ রান করে মেহেদী হাসান মিরাজ উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন। চাইলেই দায়িত্ব নিয়ে ম্যাচটা শেষ করে আসতে পারতেন। কিন্ত নিহাদুজ্জামানকে স্লগ সুইপে উড়াতে গিয়ে সীমানায় ক্যাচ দেন। তার বিদায়ের পর চাপে পড়েছিল খুলনা। কিন্তু মাহিদুলের ১৭, রসের ২০ ও বোসিস্তোর ১৯ রানে খুলনার জয় নিশ্চিত হয়ে যায়।
এর আগে সিলেট রান করে কেবল দুই ওভারে। বাকিটা সময়ে খেলেছে নিরাপদ ক্রিকেট। রীতিমতো দুই ওভারে তাণ্ডব তুলেছিলেন জর্জ মুনসে। খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের করা পঞ্চম ওভারে মুনসে ২৩ রান তুলেছিলেন। চারটি চারের পর একটি ছক্কা। পাওয়ার প্লে’র শেষ ওভারে হাসান মাহমুদকে দুই চার ও এক ছক্কা হাঁকান স্কটিশ ক্রিকেটার। স্কোরবোর্ডে আরও ১৬ রান। এই দুই ওভারে ৩৯ রান পায় সিলেট। অথচ বাকি ১৮ ওভারে তারা যোগ করতে পারে কেবল ১১৩ রান!
৩২ বলে ৬ চার ও ৪ ছক্কায় নিজের দ্বিতীয় ফিফটি তুলে মুনসে যখন আউট হন তখনও বড় স্কোরের আশা ছিল সিলেটের। কিন্তু পরের ব্যাটসম্যানরা ওই ছন্দ ধরে রাখতে পারেননি। তার আউটের পর ওভারে দশ রান আসেনি একটিতেও।
দ্বিতীয় সর্বোচ্চ ৩২ বলে ৪৪ রান করেন জাকির হাসান। ৪টি চার ও ২ ছক্কা হাঁকান জাকির। রনি তালুকদার ইনিংসের প্রথম ওভারে শূন্যরানে আউট হওয়ার পর ৭৪ রানের জুটি গড়েন মুনসে ও জাকির। তাদের ব্যাটেই বড় স্কোরের আশা টিকে ছিল সিলেটের। কিন্তু মিডল ও লেট অর্ডারের কোনো ব্যাটসম্যান ভালো করতে না পারায় স্কোরবোর্ড সমৃদ্ধ হয়নি।
শেষ আট ব্যাটসম্যানের মধ্যে কেবল সুমন খান (১২) দুই অঙ্কের ঘরে পৌঁছেছিলেন। বাকিরা সিঙ্গেল ডিজেটেই হাল ছেড়ে দেন। খুলনার হয়ে বল হাতে ২টি করে উইকেট নেন আবু হায়দার, হাসান মাহমুদ ও সালমান এরশাদ।
চট্টগ্রাম/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব প এল উইক ট
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।