মাটিতে পড়ে আছে রাজ্যের পাতা। সেখান থেকে একটি পাতা হাতে তুলে নেয় আকিব। দেখে পাতার রং হলুদ।
পাতা হাতে নিয়ে দেখে চিনতে পারে সে। হ্যাঁ, আমাদের জাতীয় গাছ আমগাছ, এটি আমপাতা। এখানে তো কোনো আমগাছ দেখছি না কোথায় থেকে এলো আমপাতা।
পাতা হাতে নিয়ে হাঁটছে। কিছু পথ যেতেই দেখতে পেল ঝর ঝর করে ঝরছে পাতা। হালকা বাতাসে ঝরে পড়ার মতো পরিবেশ। পাতাগুলো ঝরে পড়ে।
ঝর ঝর ঝর ঝর.
আকিবের শরীরে দোলা দিয়ে গেল হালকা হাওয়া। হালকা হাওয়ার পরশে ভালো করে দেয় আকিবের মন।
হাঁটতে থাকে, শুনতে থাকে ঝর ঝর ঝর ঝর।
খোলা আকাশের নিচে আপন মনে হাঁটছে। হঠাৎ দেখতে পেলো ঘূর্ণি বাতাস গোল হয়ে ঘুরছে। বাতাসের সঙ্গে পাতাগুলো উড়ছে। বাতাস মিলে যাওয়া পাতাগুলো ছড়িয়ে পড়ে। বোঁটা নরম হলে পাতা ঝরে যায়। ঝরাপাতা উড়ে যায়।
যে পাতার রং সবুজ সেই পাতা সহজে ঝরে না। বোঁটা ও ডাল আকড়ে ধরে তৈরি করে জীবনের সবুজ রং। সময় তাকে হলুদ করে দেয়। করে দেয় ঠিকানাহীন। কেউ ঘূর্ণিঝড়ে ওড়ে। কেউ আগুনে পোড়ে। কেউ বৃষ্টিতে ভিজে মাটিতে মিশে যায়। পাতা ঝরে যায়। ঝর ঝর ঝর...।
আবার নতুন পাতা গজায়।
এটাই পাতাদের নিয়ম। মানুষের জীবনেরও এমন নিয়ম? হয়তো তাই! v
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামে এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জামালপুর সীমান্ত পিলার ১৫২/৭ এস মেইন পিলারের নিকট কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশ হস্তান্তর করেন।
শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শিপন আলীর ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাতে শান্ত ১০-১২ জন সহযোগী নিয়ে জামালপুর সীমান্ত দিয়ে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের নিউ উদয় বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা গুলি ছুঁড়লে শান্ত গুলিবিদ্ধ হন। পালিয়ে যান সঙ্গে থাকা সদস্যরা। আহতাবস্থায় শান্তকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার বিকেলে তার লাশ হস্তান্তর করা হয়।
বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন, ‘‘শনিবার সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে শান্তর লাশ হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব