ঘরে বা অফিসে বসেই আগ্রহীরা এখন থেকে জেডটিই কে-১০ রাউটারের মাধ্যমে ফোরজি ইন্টারনেটের ওয়্যারলেস (তারহীন) সংযোগের বিশেষ সুবিধা নিতে পারবেন।
সংযোগ ও যোগাযোগে (কানেক্টিভিটি) আনলিমিটেড সুবিধা নিশ্চিতে ওয়াইফাই ওয়্যারলেস রাউটারের বিস্তৃত পরিষেবা ঘোষণা করেছে ডিজিটাল অপারেটর বাংলালিংক। আগ্রহীরা টফিতে টিভি চ্যানেল, নাটক বা মুভির মতো অসংখ্য কনটেন্ট দেখার সুযোগ পাবেন। অপারেটরের গ্রাহকরা ওয়াইফাই দিয়ে হইচই, আইস্ক্রিন, বঙ্গ ও দীপ্ত প্লের মতো ওটিটি প্ল্যাটফর্মে মাসিক সাবস্ক্রিপশন ও আনলিমিটেড ইন্টারনেট সুবিধা পাবেন। তারহীন রাউটারের মাধ্যমে ফোরজি ইন্টারনেট নিশ্চিত করার মাধ্যমে শিক্ষা, অফিস, ব্যবসা, স্বাস্থ্যসেবা, গেমিং, বিনোদন, আপলোডিং, ডাউনলোডিং ও স্ট্রিমিং– এমন সব পরিষেবায় ডিজিটাল সুযোগ বিস্তৃত হবে বলে উদ্যোক্তারা জানান।
বাংলালিংকের মার্কেটিং অপারেশনস পরিচালক মেহেদী আল আমিন বলেন, বাংলাদেশের অন্যতম ফোরজি ইন্টারনেট সেবাদাতা হিসেবে সবার জন্য ইন্টারনেট সুবিধা সহজলভ্য ও ডিজিটাল ব্যবধান কমিয়ে আনতে কাজ করছি। সব ধরনের ডিজিটাল সেবা ও সাবস্ক্রিপশনের মাধ্যমে বাড়ি ও অফিসে নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করে ও এন্টারপ্রাইজ গ্রাহককে আরও বেশি সক্ষম করে তুলতেই তারহীন ওয়াইফাই সেবার এমন উদ্যোগ নেওয়া। নতুন পরিকল্পনায় প্রত্যন্ত অঞ্চলে কেবল ছাড়াই ব্যক্তি, কমিউনিটি ও এন্টারপ্রাইজের জন্য সম্ভাবনা তৈরি করাই আমাদের লক্ষ্য।
ওয়াইফাই রাউটারের মাধ্যমে ৩২টি ডিভাইসে সংযোগ পাওয়া যাবে। বিদ্যুৎ ছাড়া রাউটারটি ২ ঘণ্টা ৩০ মিনিট সচল থাকে। রাউটারে ওয়াইফাই প্যাকেজ মাসিক ৩ হাজার ৬৯৯ টাকা থেকে শুরু। কয়েকটি প্যাকেজ ওয়াইফাই সুবিধা বিভক্ত। প্রথম প্যাকেজে গ্রাহক ৯৯৭ টাকায় ২৫ এমবিপিএস অবধি আনলিমিটেড ইন্টারনেট সংযোগ পাবেন। সবকটি প্যাকেজের সঙ্গেই প্রিমিয়াম ওটিটি সাবস্ক্রিপশন ফ্রি পাওয়া যাবে। অন্যদিকে, ওয়াইফাই গ্রাহকরা আনলিমিটেড টফি কনটেন্ট পাবেন। রাইটারে মিলবে ফ্রি হোম ডেলিভারি ও ইনস্টল সুবিধা।
উৎস: Samakal
কীওয়ার্ড: আনল ম ট ড
এছাড়াও পড়ুন:
দলের প্রতি অনুগত থাকার অঙ্গীকার, জামায়াতে যোগ দিলেন মেজর (অব.) আ
বিএনপির সাবেক নেতা, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন।
মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন।
দলটিতে যোগ দিয়ে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।
ডা. শফিকুর রহমান এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।
যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। বিএনপিতে থাকা অবস্থায় দলটির বিরুদ্ধে মন্তব্য করাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তিনি আলোচিত হন।
বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ঢাকা/নঈমুদ্দীন//