ঘরে বা অফিসে বসেই আগ্রহীরা এখন থেকে জেডটিই কে-১০ রাউটারের মাধ্যমে ফোরজি ইন্টারনেটের ওয়্যারলেস (তারহীন) সংযোগের বিশেষ সুবিধা নিতে পারবেন।
সংযোগ ও যোগাযোগে (কানেক্টিভিটি) আনলিমিটেড সুবিধা নিশ্চিতে ওয়াইফাই ওয়্যারলেস রাউটারের বিস্তৃত পরিষেবা ঘোষণা করেছে ডিজিটাল অপারেটর বাংলালিংক। আগ্রহীরা টফিতে টিভি চ্যানেল, নাটক বা মুভির মতো অসংখ্য কনটেন্ট দেখার সুযোগ পাবেন। অপারেটরের গ্রাহকরা ওয়াইফাই দিয়ে হইচই, আইস্ক্রিন, বঙ্গ ও দীপ্ত প্লের মতো ওটিটি প্ল্যাটফর্মে মাসিক সাবস্ক্রিপশন ও আনলিমিটেড ইন্টারনেট সুবিধা পাবেন। তারহীন রাউটারের মাধ্যমে ফোরজি ইন্টারনেট নিশ্চিত করার মাধ্যমে শিক্ষা, অফিস, ব্যবসা, স্বাস্থ্যসেবা, গেমিং, বিনোদন, আপলোডিং, ডাউনলোডিং ও স্ট্রিমিং– এমন সব পরিষেবায় ডিজিটাল সুযোগ বিস্তৃত হবে বলে উদ্যোক্তারা জানান।

বাংলালিংকের মার্কেটিং অপারেশনস পরিচালক মেহেদী আল আমিন বলেন, বাংলাদেশের অন্যতম ফোরজি ইন্টারনেট সেবাদাতা হিসেবে সবার জন্য ইন্টারনেট সুবিধা সহজলভ্য ও ডিজিটাল ব্যবধান কমিয়ে আনতে কাজ করছি। সব ধরনের ডিজিটাল সেবা ও সাবস্ক্রিপশনের মাধ্যমে বাড়ি ও অফিসে নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করে ও এন্টারপ্রাইজ গ্রাহককে আরও বেশি সক্ষম করে তুলতেই তারহীন ওয়াইফাই সেবার এমন উদ্যোগ নেওয়া। নতুন পরিকল্পনায় প্রত্যন্ত অঞ্চলে কেবল ছাড়াই ব্যক্তি, কমিউনিটি ও এন্টারপ্রাইজের জন্য সম্ভাবনা তৈরি করাই আমাদের লক্ষ্য।
ওয়াইফাই রাউটারের মাধ্যমে ৩২টি ডিভাইসে সংযোগ পাওয়া যাবে। বিদ্যুৎ ছাড়া রাউটারটি ২ ঘণ্টা ৩০ মিনিট সচল থাকে। রাউটারে ওয়াইফাই প্যাকেজ মাসিক ৩ হাজার ৬৯৯ টাকা থেকে শুরু। কয়েকটি প্যাকেজ ওয়াইফাই সুবিধা বিভক্ত। প্রথম প্যাকেজে গ্রাহক ৯৯৭ টাকায় ২৫ এমবিপিএস অবধি আনলিমিটেড ইন্টারনেট সংযোগ পাবেন। সবকটি প্যাকেজের সঙ্গেই প্রিমিয়াম ওটিটি সাবস্ক্রিপশন ফ্রি পাওয়া যাবে। অন্যদিকে, ওয়াইফাই গ্রাহকরা আনলিমিটেড টফি কনটেন্ট পাবেন। রাইটারে মিলবে ফ্রি হোম ডেলিভারি ও ইনস্টল সুবিধা।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আনল ম ট ড

এছাড়াও পড়ুন:

জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি

জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।

‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।

আরও পড়ুনবিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও ৩ কোটি টাকা পাবেন নিগাররা৩০ সেপ্টেম্বর ২০২৫

‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।

সম্পর্কিত নিবন্ধ