আনচেলত্তির বিশ্বাস টাকাকে উপেক্ষা করে ‘গৌরব’ বেছে নিবেন ভিনিসিয়ুস
Published: 29th, January 2025 GMT
শেষ আটে থেকে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে সরাসরি খেলার রাস্তায় রিয়াল মাদ্রিদের সামনে বহু চ্যালেঞ্জ। আজ বুধবার দিবাগত রাতে (২৮ জানুয়ারি, ২০২৫) ফরাসি ক্লাব ব্রেস্তের বিপক্ষে শুধু জিতলেই হবে না তাদের, অন্যান্য ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে। এই চাপের মাঝেই কিনা রিয়াল বস কার্লো আনচেলত্তিকে ভাবতে হচ্ছে তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের দলবদলের গুঞ্জনে! যদিও লস ব্ল্যাঙ্কসদের ইতালিয়ান কোচের বিশ্বাস- ভিনিসিয়ুস ‘গৌরব’কে টাকার চেয়ে বেশি মর্যাদা দিয়ে থেকে যাবেন মাদ্রিদেই।
এই মাসের শুরু থেকেই ইউরোপ ভিত্তিক গণমাধ্যমগুলোর দাবি করে আসচক্সহে সৌদি আরবের বেশ কিছু ক্লাব। এর মাঝে মাদ্রিদ ভিত্তিক পত্রিউকা মার্কা দাবি করে সৌদি প্রো লিগের দল আল আহলি নাকি রিয়ালকে রেকর্ড ৩৬৫ মিলিয়ন মার্কিন ডলারের লোভনীয় একটা প্রস্তাব দিবে ভিনিকে দলে ভেড়ানোর জন্য। এর আগে গত গ্রীষ্মেও এই ব্রাজিলিয়ানের জন্য একবার প্রস্তাব দিয়েছিল প্রোলিগের কিছু দল।
আরো পড়ুন:
এমবাপের ‘প্রথম হ্যাটট্রিকে’ রিয়ালের শীর্ষ স্থান পোক্ত
ভিনিসিয়ুসকে পেতে আল আহলির চোখ ছানাবড়া হওয়ার মতো প্রস্তাব
অন্যদিকে মাদ্রিদ ভিত্তিক আরেক সংবাদমাধ্যম ডিয়ারিও এস এর সোমবার (২৭ জানুয়ারি, ২০২৫) দাবি করেছে যে, সৌদি একটি ক্লাব ভিনিসিয়ুসকে পাঁচ বছরের চুক্তি প্রস্তাব করতে প্রস্তুত। যাখানে প্রতি মৌসুমে ২০০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক পাবেন তিনি। পাশাপাশি ৩০০ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফি পাবে রিয়াল। যদিও ভিনির বর্তমান চুক্তির রিলিজ ক্লজ ১০০০ মিলিয়ন ইউরো।
যদিও এই ব্যাপারগুলোকে গায়ে মাখাচ্ছেন না রিয়াল বস কার্লো। ভিনির ব্যাপারটা বুঝানোরজন্য তিনি সাবেক লস ব্ল্যাঙ্কস তারকা টনি ক্রুসের প্রসঙ্গ টেনে আনেন। ২০২৩ সালের জুনে সৌদি আরব থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছিলেন জার্মানির সাবেক এই মিডফিল্ডার। সেই প্রস্তাব নাকচ করে দিয়ে ক্রুস রিয়ালেই থেকে যান এবং গত বছর অবসর নেন। আনচেলত্তি সেই দৃষ্টান্ত টেনে বলেন, “আমি ফুটবলে সবকিছুই বুঝি। টনি ক্রুসের অবসর নেওয়াটা বুঝেছি। সবাই তা বোঝেনি, কিন্তু আমি পেরেছিলাম। আমি সবকিছু বুঝি।”
আনচেলত্তির বিশ্বাস টাকা এবং গৌরবের মাঝে ভিনি পরেটাই বেছে নিবেন, “এগুলো ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু আমার মনে হয় ভিনিসিয়ুস এখানে দারুণ আছে। রিয়ালে থেকে শিরোপা জিততেই সে অপেক্ষা করছে। আমি মনে করি সে গৌরব বাছাই করার কথা ভাবছে।”
এদিকে চ্যাম্পিয়নস লিগে ব্রেস্তের বিপক্ষে ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ টেবিলের ১৬ তম স্থানে অবস্থান করছে। বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড এবং জুভেন্টাসেরও সমান পয়েন্ট। তবে রিয়ালের সরাসরি শেষ ষোলোতে খেলার সম্ভাবনার ব্যাপারে বলতে গিয়ে আনচেলত্তি বলেন, “আমরা আমাদের খেলা নিয়ে মনোযোগী থাকব। লক্ষ্য হলো জেতা এবং যতটা সম্ভব টেবিলের উপরের দিকে থাকা। তারপর তারপর যা হবে তা দেখব।”
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল চ য ম প য়নস ল গ
এছাড়াও পড়ুন:
মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এতে সরকারের ৪০ কোটি টাকার মতো লস হবে। ঢাকার মানুষের যাতায়াতে যুগান্তকারী ভূমিকা পালন করছে মেট্রোরেল। এটার জন্য ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।”
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি জানান।
আরো পড়ুন:
মেট্রোরেলের সব কর্মকর্তা–কর্মচারীর ছুটি বাতিল
মেট্রোরেলে ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাড দ্রুত বদল করা হবে: এমডি
প্রেস সচিব বলেন, “রোজা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের সম্ভবত ১৮-১৯ তারিখ বা আরো আগে। ফেব্রুয়ারি মাসে আমাদের মুসলমান ভাই-বোনরা অনেকেই খেজুর দিয়ে তাদের ইফতারি করেন। খেজুরের ওপর ট্যাক্স ছিল প্রায় ৫২ শতাংশ। সেটা কমানো হয়েছে। এটা এখন ৪০ শতাংশের মতো হবে। খেজুরের ওপর কাস্টমস ডিপি ছিল ২৫ শতাংশ, সেটাও কমানো হয়েছে। সেটা এখন ১৫ শতাংশ করা হয়েছে। এই দুইটা ছিল ট্যাক্সের ইস্যু।”
তিনি বলেন, “বাণিজ্যিক আদালত অধ্যাদেশ ২০২৫ এ খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে। এমেন্ডমেন্ট অর্ডিন্স ২০২৫ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আইনগত সহায়তা প্রদান-এটার দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ ২০২৫ এর খসড়া করা হয়েছে। বাণিজ্যিক আদালতের যে ‘ল’— এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এটা আমাদের এনসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে খুবই প্রয়োজন হবে।”
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ