শেষ আটে থেকে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে সরাসরি খেলার রাস্তায় রিয়াল মাদ্রিদের সামনে বহু চ্যালেঞ্জ। আজ বুধবার দিবাগত রাতে (২৮ জানুয়ারি, ২০২৫) ফরাসি ক্লাব ব্রেস্তের বিপক্ষে শুধু জিতলেই হবে না তাদের, অন্যান্য ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে। এই চাপের মাঝেই কিনা রিয়াল বস কার্লো আনচেলত্তিকে ভাবতে হচ্ছে তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের দলবদলের গুঞ্জনে! যদিও লস ব্ল্যাঙ্কসদের ইতালিয়ান কোচের বিশ্বাস- ভিনিসিয়ুস ‘গৌরব’কে টাকার চেয়ে বেশি মর্যাদা দিয়ে থেকে যাবেন মাদ্রিদেই।

এই মাসের শুরু থেকেই ইউরোপ ভিত্তিক গণমাধ্যমগুলোর দাবি করে আসচক্সহে সৌদি আরবের বেশ কিছু ক্লাব। এর মাঝে মাদ্রিদ ভিত্তিক পত্রিউকা মার্কা দাবি করে সৌদি প্রো লিগের দল আল আহলি নাকি রিয়ালকে রেকর্ড ৩৬৫ মিলিয়ন মার্কিন ডলারের লোভনীয় একটা প্রস্তাব দিবে ভিনিকে দলে ভেড়ানোর জন্য। এর আগে গত গ্রীষ্মেও এই ব্রাজিলিয়ানের জন্য একবার প্রস্তাব দিয়েছিল প্রোলিগের কিছু দল।

আরো পড়ুন:

এমবাপের ‘প্রথম হ্যাটট্রিকে’ রিয়ালের শীর্ষ স্থান পোক্ত

ভিনিসিয়ুসকে পেতে আল আহলির চোখ ছানাবড়া হওয়ার মতো প্রস্তাব

 

অন্যদিকে মাদ্রিদ ভিত্তিক আরেক সংবাদমাধ্যম ডিয়ারিও এস এর সোমবার (২৭ জানুয়ারি, ২০২৫) দাবি করেছে যে, সৌদি একটি ক্লাব ভিনিসিয়ুসকে পাঁচ বছরের চুক্তি প্রস্তাব করতে প্রস্তুত। যাখানে প্রতি মৌসুমে ২০০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক পাবেন তিনি। পাশাপাশি ৩০০ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফি পাবে রিয়াল। যদিও ভিনির বর্তমান চুক্তির রিলিজ ক্লজ ১০০০ মিলিয়ন ইউরো।

যদিও এই ব্যাপারগুলোকে গায়ে মাখাচ্ছেন না রিয়াল বস কার্লো। ভিনির ব্যাপারটা বুঝানোরজন্য তিনি সাবেক লস ব্ল্যাঙ্কস তারকা টনি ক্রুসের প্রসঙ্গ টেনে আনেন। ২০২৩ সালের জুনে সৌদি আরব থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছিলেন জার্মানির সাবেক এই মিডফিল্ডার। সেই প্রস্তাব নাকচ করে দিয়ে ক্রুস রিয়ালেই থেকে যান এবং গত বছর অবসর নেন। আনচেলত্তি সেই দৃষ্টান্ত টেনে বলেন, “আমি ফুটবলে সবকিছুই বুঝি। টনি ক্রুসের অবসর নেওয়াটা বুঝেছি। সবাই তা বোঝেনি, কিন্তু আমি পেরেছিলাম। আমি সবকিছু বুঝি।”

আনচেলত্তির বিশ্বাস টাকা এবং গৌরবের মাঝে ভিনি পরেটাই বেছে নিবেন, “এগুলো ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু আমার মনে হয় ভিনিসিয়ুস এখানে দারুণ আছে। রিয়ালে থেকে শিরোপা জিততেই সে অপেক্ষা করছে। আমি মনে করি সে গৌরব বাছাই করার কথা ভাবছে।”

এদিকে চ্যাম্পিয়নস লিগে ব্রেস্তের বিপক্ষে ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ টেবিলের ১৬ তম স্থানে অবস্থান করছে। বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড এবং জুভেন্টাসেরও সমান পয়েন্ট। তবে রিয়ালের সরাসরি শেষ ষোলোতে খেলার সম্ভাবনার ব্যাপারে বলতে গিয়ে আনচেলত্তি বলেন, “আমরা আমাদের খেলা নিয়ে মনোযোগী থাকব। লক্ষ্য হলো জেতা এবং যতটা সম্ভব টেবিলের উপরের দিকে থাকা। তারপর  তারপর যা হবে তা দেখব।” 
  
 

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল চ য ম প য়নস ল গ

এছাড়াও পড়ুন:

বাংলাদেশে সফরের সূচি জানিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

চূড়ান্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর। আগামী মাসে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কবে কবে ম্যাচ হবে, আপাতত শুধু সেটিই ঠিক হয়েছে, ভেন্যু ও ম্যাচ শুরুর সময় এখনো ঠিক হয়নি। কাল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি জানিয়েছে।

ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর। সিরিজের পরের দুটি ম্যাচ ২০ ও ২৩ অক্টোবর। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ২৭ ও ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর।

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরওয়ানডে সিরিজ
• প্রথম ওয়ানডে: ১৮ অক্টোবর ২০২৫
• দ্বিতীয় ওয়ানডে: ২০ অক্টোবর ২০২৫
• তৃতীয় ওয়ানডে: ২৩ অক্টোবর ২০২৫
টি-টোয়েন্টি সিরিজ
• প্রথম টি-টোয়েন্টি: ২৭ অক্টোবর ২০২৫
• দ্বিতীয় টি-টোয়েন্টি: ৩০ অক্টোবর ২০২৫
• তৃতীয় টি-টোয়েন্টি: ১ নভেম্বর ২০২৫আরও পড়ুনকীভাবে নেট রান রেট হিসাব করা হয়, সুপার ফোরে উঠতে বাংলাদেশের হিসাব কী৭ ঘণ্টা আগে

শুধু বাংলাদেশ সফরই নয়, আরও তিনটি সফরের সূচিও জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এ মাসের ২৭ তারিখে শারজায় নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের প্রায় তিন মাস লম্বা সফর।

বছরের শেষ তিন মাস দেশের বাইরেই কাটাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

সম্পর্কিত নিবন্ধ

  • এই সরকারও আমলাতন্ত্রের চাপে!
  • আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
  • জানুয়ারি থেকে বিশেষ বৃত্তি পাবেন জবি শিক্ষার্থীরা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে রাশিয়া-বেলারুশ সামরিক মহড়ায় কেন অংশ নিল ভারত
  • তদন্ত করে ভুয়া নাম বাদ দিন
  • আজ টিভিতে যা দেখবেন (১৭ সেপ্টেম্বর ২০২৫)
  • পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • ইতিহাসের দ্রুততম মানবের এখন সিঁড়ি ভাঙতে দম ফুরিয়ে আসে
  • পাট গবেষণা ইনস্টিটিউটে ৫৪ পদের চাকরি, করুন আবেদন
  • বাংলাদেশে সফরের সূচি জানিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ