পশ্চিমবঙ্গের একাধিক স্থানে চলছে ফসিলসের টানা কনসার্ট। ব্যান্ডটির কণ্ঠশিল্পী রূপমের ব্যস্ততা তাই সেই কনসার্ট নিয়েই। এরইমধ্যে আলোচনায় এলেন ভিন্ন প্রসঙ্গে।  রূপমের দাবি, তার নাম ব‌্যবহার করে, তার জনপ্রিয়তা ও খ‌্যাতি ব‌্যবহার করে সিনেমাকে হিট করানোর করার জন‌্যই তাকে গানে নিয়েছেন পরিচালকরা। 

সম্প্রতি বর্ধমানে একটি উৎসবে গান গাইতে গিয়েছিলেন বাংলা রকসঙ্গীতের জনপ্রিয়তম শিল্পী রূপম ও তার ব‌্যান্ড ফসিলসের সদস‌্যরা। সেখানেই টালিউডের পরিচালকদের উদ্দেশ‌্য করে তাকে নিজেদের স্বার্থে ব‌্যবহার করার অভিযোগ তুলে শোরগোল ফেলেন রূপম। 

তিনি বলেন, ‘আমাদের ওই অশোকস্তম্ভের নিচে লেখা আছে ‘সত‌্যমেব জয়তে’। এইটা একটু মাথায় রাখবি। আমরা কিন্তু সেই দেশের নাগরিক। এখানে ফেসবুক রিল জেতে না। এখানে সত‌্য কথা জেতে।’

তিনি আরও বলেন, ‘এই যে আমার মতো একটা লোক এতদিন ধরে আমার গান কেউ শুনবে না ভেবেও বারবার মঞ্চ থেকে নামিয়ে দেওয়া অতিক্রম করেও এই যে গান লিখে গেল, গান গেয়ে গেল, সিনেমার কৃপাপ্রার্থী না হয়েও!’

বর্ধমানের মঞ্চে রুপম বলেন, ‘আমাকে পরিচালকদের কৃপাপ্রার্থী হতে হয়নি। তারা আমাকে নিয়েছে আমার নামটা ব‌্যবহার করার জন‌্য। আমার জনপ্রিয়তা ব‌্যবহার করার জন‌্য তারা আমাকে নেয়। আমি অতিরিক্ত কোনো সুবিধা সেখান থেকে পাইনি।’ 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র জনপ র র কর র

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ