সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে অবস্থিত অভিজাত রেস্টুরেন্ট কাচ্চি ডাইনে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের  সিলেট কার্যালয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ টাকা অর্থদণ্ড করেছেন। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে এ অভিযান চালানো হয়।

অভিযান ও জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। তিনি বলেন, কাচ্চি ডাইনের এ শাখায় মাংস সংরক্ষণ স্বাস্থ্যসম্মতভাবে করা হয় না। এছাড়া খাবারে ব্যবহৃত অনেক মসলা বিদেশি বলা হলেও আমদানির কাগজপত্র নেই। এসব অপরাধে কাচ্চি ডাইনকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আগামীতে এমন অপরাধ না করতে সতর্ক করে দেওয়া হয়েছে।

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সিলেটে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান দেবানন্দ সিনহা। অভিযানে প্রশাসনের সদস্য ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

কুষ্টিয়ায় ২ ইন্টার্ন চি‌কিৎসক‌কে জরিমানা

খুলনায় বিদেশি সিগারেট বিক্রি, ২ দোকান মালিককে জরিমানা

ঢাকা/নুর/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

এদের কোনো দিন শিক্ষা হবে না

আগের পর্বআরও পড়ুন‘বাংলাদেশের কি সুপারফোরে ওঠার চান্স আছে?’১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ