চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনসহ একাধিক মামলায় আসামী ছাত্রলীগ-যুবলীগের ২৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিএমপির উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, গত ২৪ ঘন্টায় সিএমপির বিভিন্ন থানা পুলিশের অভিযানে নগরের বিভিন্ন স্থান থেকে ছাত্রলীগ-যুবলীগের ২৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের তথ্য উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়- অভিযানে কোতোয়ালী থানার আসামী কর্ণফুলী থানার শিকলবাহা ইউপি যুবলীগের সক্রিয় কর্মী মো.

মামুন (৩৭), মো. আবুল কালাম আজাদ (৩৩), মো. শামীম (২৪), মো. হাসান (২৫), নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. এনামুল হক সাগর, ছোটন নাথ (৩২), মো. ইমরান হোসেন (৪০), শাহ জালাল ফিরোজ (৩৪), আব্দুল মোনাফ (৩৫), কর্ণফুলী থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর বাদশা (৪২), মো. রিপন মিয়া (৪১), মো. সাজ্জাদ হোসেন (২৫), মোহাম্মদ কুরবান আলী হোসেন হৃদয় (২০), পাহাড়তলী থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. রায়হান (২২), মো. জিসান (২৪), মো. হানিফ, মো. মনির (৩৭), খোরশেদ আলম (৫০), বাকলিয়া থানা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহম্মদ সেলু (৪০), আনোয়ারা সরকারী কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাছুদ (২৫), আবুল মোকারম সাকিব (২৭), মো. কাঞ্চন মোল্লা (৪৫), হাসান আলী (৪২), বন্দর থানা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. সালাহউদ্দিন অনিক (২৫), মো. তসলিম (৩৮), খুলশী থানা ছাত্র সংসদ এর সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান (৩৪), সিফাতুল ইসলাম (জিহান) (১৮) এবং ইকবাল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

এদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসী বিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

উৎস: Samakal

কীওয়ার্ড: স এমপ

এছাড়াও পড়ুন:

আন্দোলনে রাজধানীতে ‘অনাকাঙ্ক্ষিত’ যানজট, ডিএমপির দুঃখপ্রকাশ

বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে রাজধানী ঢাকার সড়কগুলো অবরোধ করে যে আন্দোলন হচ্ছে, তাতে যানজট বাড়ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।

রবিবার (২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানায় ডিএমপি।

আরো পড়ুন:

খেতুরে এবার ব্যাপক দর্শনার্থী সমাগম, দীর্ঘ যানজট

যানজটে আটকা পড়লেন সড়ক উপদেষ্টা 

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এমপিও ভুক্তির দাবিতে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিও ভুক্তকরণ, স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এমপিও ভুক্তকরণের দাবিতে প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকটি সংগঠন অবস্থান করছে। এছাড়া চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট ও ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের নন-ক্যাডারে নিয়োগ প্রদানের জন্য সড়ক অবরোধ করে আন্দোলন চলছে। যার ফলে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না।”

“শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তথাপি অনাকাঙ্ক্ষিত কারণে যানজট বৃদ্ধির ফলে যে জনভোগান্তি তৈরি হয়েছে সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ আন্তরিকভাবে দুঃখিত।”

ঢাকা/মাকসুদ/সাইফ 

সম্পর্কিত নিবন্ধ