সিদ্ধিরগঞ্জ নীট কনসার্ন অনুর্ধ্ব-১৭ ফুটবল কাপ টুর্নামেন্টের উদ্বোধন
Published: 3rd, February 2025 GMT
জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হলো সিদ্ধিরগঞ্জ নীট কনসার্ন অনুর্ধ্ব-১৭ ফুটবল কাপ-২০২৫ টুর্নামেন্টের। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের চিত্তরঞ্জন ফুটবল খেলার মাঠে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীট কনসার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ জয়নাল আবেদীন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীট কনসার্ন গ্রুপের পরিচালক আলহাজ¦ মনির হোসেন মোল্লা, আলহাজ¦ জাহাঙ্গীর হোসেন মোল্লা।
সিদ্ধিরগঞ্জ নীট কনসার্ন অনুর্ধ্ব-১৭ ফুটবল কাপ-২০২৫ টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মোট ১৭ টি দল অংশ গ্রহণ করেন। এর মধ্যে নীট কনসার্ন ফুটবল একাডেমি বনাম চান্দু স্পোটিং ক্লাব উদ্বোধনী খেলায় অংশ নেন। খেলায় নীট কনসার্ন ফুটবল একাডেমি ২-০ গোলে চান্দু স্পোটিং ক্লাবকে পরাজিত করে।
এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সোহেল রানা, সুজন ভূইঁয়া, জাকির হোসেন, স্বপন, হাকিম প্রধান প্রমুখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ফ টবল ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ ন ট কনস র ন ফ টবল
এছাড়াও পড়ুন:
রাশিয়া-বেলারুশের সামরিক মহড়া চলছিল, ‘অবাক করে দিয়ে’ হাজির মার্কিন কর্মকর্তারা
রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া চলছে। এই মহড়া দেখতে বেলারুশে হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা। মার্কিনদের উপস্থিতিকে ‘অবাক করে দেওয়ার মতো’ বলে উল্লেখ করেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই কর্মকর্তারা নিজেদের ‘আগ্রহের যেকোনো বিষয়’ দেখতে পারেন বলে জানিয়েছেন বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর খ্রেনিন।
রাশিয়া ও বেলারুশের যৌথ এই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘জাপাদ–২০২৫’। গত শুক্রবার থেকে নিজেদের সীমানার মধ্যে মহড়াটি শুরু করেছে দুই দেশ। এমন সময় এ মহড়া শুরু করা হলো, যখন দুই দিন আগেই পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করা রাশিয়ার ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ নিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দেশগুলোতে উত্তেজনা বেড়েছে।
বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী, সোমবার যুক্তরাষ্ট্রসহ ২৩টি দেশের প্রতিনিধিরা মহড়া দেখতে বেলারুশে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ন্যাটোর দুই সদস্যদেশ—তুরস্ক ও হাঙ্গেরির প্রতিনিধিরাও। বিবৃতিতে বলা হয়েছে, ‘জাপাদ–২০২৫ মহড়ার আরেকটি সকাল এভাবে শুরু হবে, তা কে–ই বা ভেবেছিল?’
বিদেশি কর্মকর্তাদের মহড়ায় উপস্থিত থাকার একটি ভিডিও প্রকাশ করেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাতে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তাকে ভিক্টর খ্রেনিনের সঙ্গে হাত মেলাতে দেখা যায়। বেলারুশে আমন্ত্রণের জন্য ধন্যবাদও জানান তাঁরা। এ সময় মার্কিন কর্মকর্তাদের খ্রেনিন বলেন, ‘আপনাদের আগ্রহের সবকিছু দেখাব আমরা। আপনারা যা চান।’
মহড়ায় মার্কিন সামরিক বাহিনীর দুই কর্মকর্তা