সিদ্ধিরগঞ্জ নীট কনসার্ন অনুর্ধ্ব-১৭ ফুটবল কাপ টুর্নামেন্টের উদ্বোধন
Published: 3rd, February 2025 GMT
জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হলো সিদ্ধিরগঞ্জ নীট কনসার্ন অনুর্ধ্ব-১৭ ফুটবল কাপ-২০২৫ টুর্নামেন্টের। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের চিত্তরঞ্জন ফুটবল খেলার মাঠে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীট কনসার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ জয়নাল আবেদীন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীট কনসার্ন গ্রুপের পরিচালক আলহাজ¦ মনির হোসেন মোল্লা, আলহাজ¦ জাহাঙ্গীর হোসেন মোল্লা।
সিদ্ধিরগঞ্জ নীট কনসার্ন অনুর্ধ্ব-১৭ ফুটবল কাপ-২০২৫ টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মোট ১৭ টি দল অংশ গ্রহণ করেন। এর মধ্যে নীট কনসার্ন ফুটবল একাডেমি বনাম চান্দু স্পোটিং ক্লাব উদ্বোধনী খেলায় অংশ নেন। খেলায় নীট কনসার্ন ফুটবল একাডেমি ২-০ গোলে চান্দু স্পোটিং ক্লাবকে পরাজিত করে।
এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সোহেল রানা, সুজন ভূইঁয়া, জাকির হোসেন, স্বপন, হাকিম প্রধান প্রমুখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ফ টবল ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ ন ট কনস র ন ফ টবল
এছাড়াও পড়ুন:
আসিফের মন্তব্যে বাফুফের কাছে বিসিবি সভাপতির দুঃখ প্রকাশ
বাংলাদেশের ফুটবল ও ফুটবলারদের নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবরের অবমাননাকর মন্তব্য নিয়ে নিজেদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে দুঃখপ্রকাশ করে চিঠি দিয়েছে বাংরাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাফুফের পাঠানো চিঠির উত্তর চারদিন পর দিয়েছে বিসিবি।
গত ৯ নভেম্বর ক্রিকেট কনফারেন্সে ফুটবলারদের ব্যবহার খারাপসহ আরও মাঠ দখলের মতো বিষয়ে মন্তব্য করে আলোচনায় আসেন বিসিবির পরিচালক আসিফ। বিসিবির আনুষ্ঠানিক অনুষ্ঠানে আসিফের ফুটবল নিয়ে মন্তব্যের প্রতিবাদ জানান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বরাবর চিঠি দেন। ফিরতি চিঠি পেয়েছে বাফুফে।
আরো পড়ুন:
সাংবাদিকদের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন আমিনুল
বিসিবির আয়োজন সাংবাদিকদের বয়কট
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বরাবর পাঠানো চিঠিতে লেখা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স ২০২৫ অনুষ্ঠানে যে তথাকথিত বক্তব্যটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেই বক্তব্যটি তিনি প্রদান করেছিলেন জেলা প্রতিনিধিত্বকারী কাউন্সিলর হিসেবে, একজন বোর্ড পরিচালক হিসেবে নয়। আমার জানা মতে, তিনি তার নিজ জেলার ক্রিকেট কার্যক্রম ও মাঠ ব্যবহার–সংক্রান্ত কিছু দীর্ঘদিনের হতাশা ও জটিলতা থেকে ব্যক্তিগত ক্ষোভের পরিপ্রেক্ষিতে সম্ভবত উক্ত বক্তব্য প্রদান করেছেন।’
আসিফের মন্তব্যের সঙ্গে ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্টতা নেই, বিসিবি সভাপতি আমিনুল ইসলামের স্বাক্ষরিত সেই চিঠিতে এমন বার্তাও দেওয়া আছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড দৃঢ়ভাবে বিশ্বাস করে যে কোনো ব্যক্তির ব্যক্তিগত মতামত কখনোই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানকে প্রতিফলিত করে না। আপনার অবগতির জন্য আমি সুদৃঢ়ভাবে আরও জানাতে চাই, বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স ২০২৫–এ প্রদানকৃত বক্তব্যটি ছিল সম্পূর্ণ তার ব্যক্তিগত অভিব্যক্তি এবং সেটিকে বাংলাদেশে ক্রিকেট বোর্ডের বক্তব্য হিসেবে বিবেচনা করা সম্ভব হবে না।’
পাশাপাশি দুঃখও প্রকাশ করেছেন বিসিবি সভাপতি, ‘যদি উক্ত বক্তব্যের কারণে ফুটবল পরিবার বা ভক্তদের মনে কোনো ধরনের আঘাত বা বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’
গত রোববার বিসিবির কনফারেন্সের উদ্বোধনী দিনে বক্তব্যে ক্রিকেটকে ‘আভিজাত্যের খেলা’ আখ্যা দেন আসিফ। তিনি বলেছিলেন, ‘‘ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট মানুষজন একটু ভদ্র স্বাভাবিকভাবেই, আভিজাত্যের ইস্যু আছে এখানে। আমার আবার একটু সমস্যা আছে। আমি আবার অত ভদ্র না। যেহেতু আমি অবসরপ্রাপ্ত ক্রিকেটার, অনেক আগের.. সুযোগ পাইনি নিজেকে ফোকাস করার… যদি ফুটবল মারমিট করে, আমিও মারপিট করব, নো প্রোবলেম…যে যেমন, তার সঙ্গে তেমন করতে হবে। আমরা তো চাঁদা চাচ্ছি না, কিডনি চাচ্ছি না, হার্ট-চোখ চাচ্ছি না, আমরা চাচ্ছি খেলার অধিকার।”
এরপর থেকে আসিফের মন্তব্য নিয়ে কড়া সমালোচনার ঝড় উঠে। বাফুফের প্রতিবাদ জানানোর পর বিসিবি আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনল।
ঢাকা/ইয়াসিন/আমিনুল