লক্ষ্মীপুরে নিখোঁজের তিনদিন পর ধানক্ষেত থেকে মো. পারভেজ নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সদর উপজেলার চররুহিতা গ্রামের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত পারভেজ একই উপজেলার শাকচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল্লাহ খোকনের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী। 

পরিবারের বরাতে পুলিশ জানায়, গত শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে শাকচর জব্বার মাষ্টার হাটের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারভেজ তার মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে বের হয়। রাতে বাড়ির সামনে মোটরসাইকেলটি পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় পরদিন তার ভাই মো.

ফয়েজ সদর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন। সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে একটি ধানক্ষেতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করলে স্বজনরা মরদেহ শনাক্ত করেন। 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, “নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/জাহাঙ্গীর লিটন/ইমন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব যবস

এছাড়াও পড়ুন:

মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর এপিএসসহ গ্রেপ্তার ৮

মানিকগঞ্জে বৈষম্য বিরোধী মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রীর এপিএসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে বুধবার (১৩ আগস্ট) দিনভর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের এপিএস মো. আমিনুর রহমান বিশ্বাস ওরফে সেলিম (৬৩)। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের রমনপুর গ্রামের মৃত আলতাফ হোসেন বিশ্বাসের ছেলে। 

অন্যরা হলেন- শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মৃত মুক্তিযোদ্ধা আজিজুল হক চৌধুরী ওরফে তুলা মিয়ার ছেলে মোহাম্মদ আলী চৌধুরী ওরফে টুলু (৫০), মানিকগঞ্জ পৌরসভার মত্ত (রাইন্থা পাড়া) এলাকার মৃত শফি উদ্দিনের ছেলে মো. নুরুল ইসলাম ওরফে নুরু (৬২), সদর উপজেলার পশ্চিম আটিগ্রাম এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মোহাম্মদ মোশারফ হোসেন (৩৮), মানিকগঞ্জ পৌরসভার চর হিজুলি গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে মোহাম্মদ রাজু (৩৫), চর গড়পাড়া গ্রামের মো. মহিদুর রহমানের ছেলে মো. ইমরান মাহমুদ ইরান (২১), কৃষ্ণপুর ইউনিয়নের মৃত ইলিম উদ্দিন ব্যাপারীর ছেলে নিজাম ব্যাপারী (৬৫) ও গড়পাড়া ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত ফটিক মিয়ার ছেলে মো. আজিম মিয়া (৪৩)।

ওসি এসএম আমান উল্লাহ জানান, মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় দিনভর অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী মামলার আটজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। 

তিনি বলেন, “গ্রেপ্তারকৃত আসামিরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান সনাক্ত হয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।”

ঢাকা/চন্দন/এস

সম্পর্কিত নিবন্ধ