গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নামফলকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সঙ্গে প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরিত হয়েছে। আজ সোমবার ভোর পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এরপর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে খাড়াজোড়ায় গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক অবস্থিত। পুলিশ ও কারখানার নিরাপত্তাকর্মীরা জানান, প্রতিষ্ঠানের প্রধান ফটকের পাশের নামফলকে বিকেল পৌনে পাঁচটার দিকে কয়েকজন দুর্বৃত্ত অগ্নিসংযোগ করে এবং ফটকের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে নিরাপত্তাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে নামফলকের কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে আসে।

কারখানার নিরাপত্তা সুপারভাইজার সিরাজুল ইসলাম বলেন, ভোর পৌনে পাঁচটার দিকে কিছু দুর্বৃত্ত কারখানার সামনে থাকা নামফলকে অগ্নিসংযোগ করে এবং একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। নিরাপত্তাকর্মীরা পাইপ দিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

এক্সকাভেটরে অগ্নিসংযোগ
এদিকে কালিয়াকৈর উপজেলার মেদিআশুলাই এলাকায় একটি এক্সকাভেটরে (মাটি কাটার যন্ত্র) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে এক্সকাভেটরের বেশির ভাগ অংশ পুড়ে যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন মফলক ত কর ম ককট ল

এছাড়াও পড়ুন:

বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন লাগানোর চেষ্টা

বগুড়ার শেরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। আগুনে মূল ফটকের নামফলক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার গাড়িদহ শাখায় আগুন দেওয়ার চেষ্টা হয়।

গ্রামীণ ব্যাংকের গাড়িদহ শাখার ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, ‘‘সকালে আমি নামফলকে আগুনের কালি দেখতে পাই। এতে নিশ্চিত হই, কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছিল।’’ 

আরো পড়ুন:

অফশোর ব্যাংকিং ইউনিট পরিচালনা সহজ করল বাংলাদেশ ব্যাংক

বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের বিষয়ে সরকার বিবেচনা করতে পারে: বাংলাদেশ ব্যাংক

তিনি আরো জানান, প্রতিষ্ঠানটির নৈশ প্রহরী মজিবর রহমান ভোরে অফিসের ভিতরে এসে ঘুমিয়ে পড়ে। ওই সময় আগুন লাগানো হয়। 

বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, ‘‘মধ্যরাতে নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করে। তবে এতে ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’ 

অভিযোগ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।  

ঢাকা/এনাম/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন লাগানোর চেষ্টা