পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার অভিযোগে করা মামলায় বিচারিক আদালতের রায়ে বিএনপির মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জনসহ আসামিদের দণ্ড নিয়ে রায় বুধবার। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন এ মামলার অন্যতম আইনজীবী জামিল আখতার এলাহী। 

গত বৃহস্পতিবার এই মামলার চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি মো.

হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের এ দিন ধার্য করেন।

৩০ বছর আগে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা মামলার রায়ে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, শামসুল আলম, এ কে এম আখতারুজ্জামান, সাবেক ছাত্রনেতা মাহ্‌বুবুর রহমান পলাশ, রেজাউল করিম ভিপি শাহিন, বিএনপি নেতা শহিদুল ইসলাম অটল, যুবদল নেতা আজিজুর রহমান শাহিন ও মোস্তফা নুরে আলম শ্যামলকে মৃত্যুদণ্ডসহ অন্যান্য নেতাকর্মীদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।  

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের পট পরিবর্তনের পরপরই ওই মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত অন্যান্য নেতাকর্মীরা জামিনে মুক্তি পান। তবে কারা অন্তরীণ রয়ে যান মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ বিএনপি নেতা।


মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৩ জুলাই চাঞ্চল্যকর ও বহুল আলোচিত এ মামলার ৫২ আসামির মধ্যে ৯ জনকে ফাঁসি, ২৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ র রহম ন ব এনপ

এছাড়াও পড়ুন:

লোহিত সাগরে জাহাজে হামলা

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিম উপকূল লাগোয়া লোহিত সাগরে বাণিজ্যিক এক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। 

ব্রিটেনের সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশন এজেন্সির (ইউকেএমটিও) বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়, রোববার লোহিত সাগরে ওই জাহাজ লক্ষ্য করে অন্তত আটটি ছোট নৌকা থেকে গুলি এবং রকেটচালিত গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।

সংস্থাটি বলেছে, এই ঘটনায় জাহাজে থাকা সশস্ত্র নিরাপত্তাকর্মীরা পাল্টা গুলি চালিয়েছেন। তবে এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।

ব্রিটেনের সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিওও অ্যামব্রে বলেছে, ইয়েমেনের হোদাইদা বন্দর থেকে ৫১ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে রোববারের এই হামলার ঘটনা ঘটেছে। তবে ব্রিটিশ এই দুই সংস্থা আক্রান্ত জাহাজের নাম প্রকাশ করেনি।

চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ের পর থেকে ওই অঞ্চলে এটিই এ ধরনের প্রথম হামলার ঘটনা।

সম্পর্কিত নিবন্ধ