মুন্সীগঞ্জে জব্দ হওয়া যানবাহন নিলামে বিক্রি
Published: 5th, February 2025 GMT
মুন্সীগঞ্জে জব্দ হওয়া যানবাহন প্রকাশ্য নিলামে দরপত্রের মাধ্যমে বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদালতের বিচারক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।
এ সময় তিনি বলেন, “স্বচ্ছতা রেখে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়ার জন্য মালখানায় থাকা গাড়িগুলো বিক্রি করা হচ্ছে। অনেক দিন পরে আমাদের জন্য একটা গৌরবের দিন।”
তিনি আরো বলেন, “মানুষের কাছে মেসেজ যাবে যে সরকারি মাল যেখানে থাকুক যেভাবে থাকুক, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। বিশেষ করে আমরা যারা সরকারি দায়িত্ব পালন করি তাদের ক্ষেত্রে বৃহত্তর স্বার্থ সরকারি মাল রক্ষণাবেক্ষণ করা। এবং যখন দরকার সেটাকে আইন সঙ্গতভাবে বন্দোবস্ত করে রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা দেওয়া। আমরা সেটা স্বচ্ছভাবে করছি।”
নিলাম পরিচালনা করেন- নিলাম কমিটির সভাপতি ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নিলাম কমিটির সদস্য সচিব ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান, দুরদানা রহমান, কোর্ট পুলিশ পরিদর্শক রাশেদ খান চৌধুরী।
এ সময় বিভিন্ন কোম্পানির আটককৃত ১৮টি মোটরসাইকেল, একটি পাজেরো জিপ ও একটি ব্যাটারি চালিত অটোরিকশা নিলামে তোলা হয়।
ঢাকা/রতন/ইমন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামে এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জামালপুর সীমান্ত পিলার ১৫২/৭ এস মেইন পিলারের নিকট কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশ হস্তান্তর করেন।
শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শিপন আলীর ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাতে শান্ত ১০-১২ জন সহযোগী নিয়ে জামালপুর সীমান্ত দিয়ে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের নিউ উদয় বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা গুলি ছুঁড়লে শান্ত গুলিবিদ্ধ হন। পালিয়ে যান সঙ্গে থাকা সদস্যরা। আহতাবস্থায় শান্তকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার বিকেলে তার লাশ হস্তান্তর করা হয়।
বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন, ‘‘শনিবার সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে শান্তর লাশ হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব