ঝিনাইদহে ভোট দিতে গিয়ে ভোটারের মৃত্যু
Published: 5th, February 2025 GMT
ঝিনাইদহের কালীগঞ্জ-কোটচাঁদপুর ও মহেশপুর মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে ভোট দিতে গিয়ে সজল বিশ্বাস নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে মারা যান তিনি। নির্বাচন কমিশনার আজিবর রহমান এ তথ্য জানান।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিশির কুমার সানা বলেন, “কার্ডিয়াক এ্যাটাকে (হৃদরোগ) সজল বিশ্বাসের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার কয়েক মিনিটের মধ্যে মারা যান তিনি।”
আরো পড়ুন:
ভূমধ্যসাগরে স্বপ্নের সমাধি গোপালগঞ্জের ৩ যুবকের
আমরা দুনিয়ায় কেউ চিরস্থায়ী নই: সারজিস
মারা যাওয়া সজল বিশ্বাস ঝিনাইদহের মহেশপুর উপজেলার মিয়া সুন্দরপুর এলাকার বাসিন্দা।
বুধবার সকাল ৮টা থেকে কালীগঞ্জ-কোটচাঁদপুর ও মহেশপুর মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। দুপুরের পর হঠাৎ ভোটারদের চাপ বাড়তে থাকে। বিকেল ৩ টার দিকে তিনি (সজল বিশ্বাস) ভোটারদের লাইনে দাঁড়ান। এসময় তিনি অসুস্থ বোধ করেন। পরে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
নির্বাচন কমিশনার আজিবর রহমান বলেন, “একজন ভোটার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে শুনেছি। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ ছিল। এই নির্বাচনে ভোটার ৩ হাজার ৬০৭ জন। নির্বাচনে ২১টি পদে ৬১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।”
ঢাকা/শাহরিয়ার/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সজল ব শ ব স
এছাড়াও পড়ুন:
দলের প্রতি অনুগত থাকার অঙ্গীকার, জামায়াতে যোগ দিলেন মেজর (অব.) আ
বিএনপির সাবেক নেতা, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন।
মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন।
দলটিতে যোগ দিয়ে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।
ডা. শফিকুর রহমান এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।
যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। বিএনপিতে থাকা অবস্থায় দলটির বিরুদ্ধে মন্তব্য করাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তিনি আলোচিত হন।
বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ঢাকা/নঈমুদ্দীন//