ঝিনাইদহে ভোট দিতে গিয়ে ভোটারের মৃত্যু
Published: 5th, February 2025 GMT
ঝিনাইদহের কালীগঞ্জ-কোটচাঁদপুর ও মহেশপুর মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে ভোট দিতে গিয়ে সজল বিশ্বাস নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে মারা যান তিনি। নির্বাচন কমিশনার আজিবর রহমান এ তথ্য জানান।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিশির কুমার সানা বলেন, “কার্ডিয়াক এ্যাটাকে (হৃদরোগ) সজল বিশ্বাসের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার কয়েক মিনিটের মধ্যে মারা যান তিনি।”
আরো পড়ুন:
ভূমধ্যসাগরে স্বপ্নের সমাধি গোপালগঞ্জের ৩ যুবকের
আমরা দুনিয়ায় কেউ চিরস্থায়ী নই: সারজিস
মারা যাওয়া সজল বিশ্বাস ঝিনাইদহের মহেশপুর উপজেলার মিয়া সুন্দরপুর এলাকার বাসিন্দা।
বুধবার সকাল ৮টা থেকে কালীগঞ্জ-কোটচাঁদপুর ও মহেশপুর মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। দুপুরের পর হঠাৎ ভোটারদের চাপ বাড়তে থাকে। বিকেল ৩ টার দিকে তিনি (সজল বিশ্বাস) ভোটারদের লাইনে দাঁড়ান। এসময় তিনি অসুস্থ বোধ করেন। পরে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
নির্বাচন কমিশনার আজিবর রহমান বলেন, “একজন ভোটার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে শুনেছি। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ ছিল। এই নির্বাচনে ভোটার ৩ হাজার ৬০৭ জন। নির্বাচনে ২১টি পদে ৬১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।”
ঢাকা/শাহরিয়ার/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সজল ব শ ব স
এছাড়াও পড়ুন:
হাদিকে গুলি: দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে ইউনূসের আহ্বান
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। গত শুক্রবার গুলিবিদ্ধ জুলাই অভ্যুত্থানের মুখ শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার প্রেক্ষাপটে এই বৈঠক হয়। ১২ ফেব্রুয়ারি ভোট সামনে রেখে ইউনূস সতর্ক করেন যে, এটি নির্বাচন বানচাল করার পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র। তিনি প্রশিক্ষিত শুটার ও ক্ষমতাচ্যুত শক্তির বিরুদ্ধে জুলাইপন্থীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে এক থাকার আহ্বান জানান।