রোয়াংছড়ির আলোর পাঠশালার শিশুদের অন্য রকম আনন্দের দিন
Published: 5th, February 2025 GMT
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ‘আলোর পাঠশালা’র শিশুদের অন্যরকম আনন্দের দিন ছিল আজ বুধবার। এ দিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবে মেতেছে শিক্ষার্থীরা। শীতের সকালের নরম রোদে শিক্ষার্থী, শিক্ষক ও নারী-পুরুষ অভিভাবকদের বিদ্যালয় প্রাঙ্গণ আনন্দ-উচ্ছ্বাসে পরিপূর্ণ হয়ে ওঠে।
সকাল ১০টায় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয় গতকাল মঙ্গলবার দুপুরে। এতে দৌড় প্রতিযোগিতা, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, স্কিপিং, মোরগ লড়াই, গোলক নিক্ষেপ, রিলে দৌড়সহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতায় প্রতিটি ইভেন্টে তিনজনকে পুরস্কার দেওয়া হয়েছে। একই সঙ্গে বার্ষিক পরীক্ষায় সবচেয়ে ভালো ফল করা ও বছরব্যাপী শ্রেণি কার্যক্রমে সর্বোচ্চ উপস্থিত থাকা শিক্ষার্থীকেও উদ্দীপনামূলক পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম অত্যন্ত সুন্দর নাচ ও গান পরিবেশনের জন্য ছাত্রছাত্রীদের প্রশংসা করেছেন। তিনি প্রথম আলো ট্রাস্টকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রথম আলো রোয়াংছড়ি উপজেলার প্রত্যন্ত এলাকায় বিদ্যালয় পরিচালনা করছে। মানুষের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতারই প্রমাণ এটা। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বিদ্যালয় পরিচালনায় সব ধরনের সহযোগিতার জন্য তিনি আশ্বাস প্রদান করেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপজ ল
এছাড়াও পড়ুন:
দলের প্রতি অনুগত থাকার অঙ্গীকার, জামায়াতে যোগ দিলেন মেজর (অব.) আ
বিএনপির সাবেক নেতা, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন।
মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন।
দলটিতে যোগ দিয়ে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।
ডা. শফিকুর রহমান এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।
যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। বিএনপিতে থাকা অবস্থায় দলটির বিরুদ্ধে মন্তব্য করাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তিনি আলোচিত হন।
বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ঢাকা/নঈমুদ্দীন//