বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ‘আলোর পাঠশালা’র শিশুদের অন্যরকম আনন্দের দিন ছিল আজ বুধবার। এ দিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবে মেতেছে শিক্ষার্থীরা। শীতের সকালের নরম রোদে শিক্ষার্থী, শিক্ষক ও নারী-পুরুষ অভিভাবকদের বিদ্যালয় প্রাঙ্গণ আনন্দ-উচ্ছ্বাসে পরিপূর্ণ হয়ে ওঠে।

সকাল ১০টায় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.

সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, প্রথম আলোর প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, আলোর পাঠশালা পরিচালনা কমিটির সদস্য নুমংপ্রু মারমা, বিনয় তঞ্চঙ্গ্যা, নুং চ মং মারমা প্রমুখ। সভাপতিত্ব করেন আলোর পাঠশালা পরিচালনা কমিটির সভাপতি সাইনিং মারমা।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয় গতকাল মঙ্গলবার দুপুরে। এতে দৌড় প্রতিযোগিতা, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, স্কিপিং, মোরগ লড়াই, গোলক নিক্ষেপ, রিলে দৌড়সহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতায় প্রতিটি ইভেন্টে তিনজনকে পুরস্কার দেওয়া হয়েছে। একই সঙ্গে বার্ষিক পরীক্ষায় সবচেয়ে ভালো ফল করা ও বছরব্যাপী শ্রেণি কার্যক্রমে সর্বোচ্চ উপস্থিত থাকা শিক্ষার্থীকেও উদ্দীপনামূলক পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম অত্যন্ত সুন্দর নাচ ও গান পরিবেশনের জন্য ছাত্রছাত্রীদের প্রশংসা করেছেন। তিনি প্রথম আলো ট্রাস্টকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রথম আলো রোয়াংছড়ি উপজেলার প্রত্যন্ত এলাকায় বিদ্যালয় পরিচালনা করছে। মানুষের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতারই প্রমাণ এটা। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বিদ্যালয় পরিচালনায় সব ধরনের সহযোগিতার জন্য তিনি আশ্বাস প্রদান করেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার

রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।

গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।

সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।

ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’

সম্পর্কিত নিবন্ধ