পিরোজপুরে সাবেক সংসদ সদস্য আউয়াল ও তাঁর ভাইয়ের বাড়িতে আগুন
Published: 6th, February 2025 GMT
পিরোজপুরে সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল ও তাঁর ভাই সাবেক মেয়র হাবিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ লোকজন। গতকাল বুধবার রাত একটার দিকে শহরের পাড়েরহাট সড়কে এ ঘটনা ঘটে।
ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে গতকাল বুধবার সারা দেশে বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র–জনতা। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে পিরোজপুর শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানায় ছাত্র–জনতা। রাত একটার দিকে সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল ও তাঁর ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমানের বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।
গণ–অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৫ ও ৬ আগস্ট ওই বাড়ি দুটিতে একাধিকবার আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন থেকে ওই বাড়িতে কেউ থাকেন না; অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। ৫ আগস্টের পর এ কে এম এ আউয়াল আত্মগোপনে আছেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।
আরও পড়ুনসকালেও ৩২ নম্বরের বাড়ি ভাঙা চলছে, গুঁড়িয়ে দেওয়া হয়েছে সামনের অনেকটা৩ ঘণ্টা আগেগতকাল রাতে পিরোজপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় হাবিবুর রহমানের মালিকানাধীন একটি ফিলিং স্টেশন ভাঙচুর করা হয়। এ ছাড়া বলেশ্বর ব্রিজের টোলঘর ও জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামানের (ফুলু) সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
আরও পড়ুনবরিশালে সাবেক মেয়র সাদিক ও আওয়ামী লীগ নেতা আমুর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙচুর১৯ মিনিট আগে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দলের প্রতি অনুগত থাকার অঙ্গীকার, জামায়াতে যোগ দিলেন মেজর (অব.) আ
বিএনপির সাবেক নেতা, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন।
মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন।
দলটিতে যোগ দিয়ে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।
ডা. শফিকুর রহমান এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।
যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। বিএনপিতে থাকা অবস্থায় দলটির বিরুদ্ধে মন্তব্য করাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তিনি আলোচিত হন।
বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ঢাকা/নঈমুদ্দীন//