সরকার পতনের পরই শাইনপুকুরের কর্মকর্তারা ক্রিকেটারদের অন্য কোনো দল খুঁজে নিতে বলেছিলেন। কেউ কেউ ভালো দল পেলেও সম্মানী পাচ্ছেন কম। শাইনপুকুরের চেয়েও খারাপ অবস্থা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ক্রিকেটারদের। ১৯  ক্রিকেটারকে চার দিন আগে নতুন দল খুঁজে নিতে বলেছে দলটির ম্যানেজমেন্ট। এমন না যে আর্থিক সংকটের কারণে দল বানাচ্ছে না প্রাইম ব্যাংক। 

খোঁজ নিয়ে জানা গেছে, নতুন কোচিং স্টাফ নিজেদের মতো করে দল সাজাবে। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সঙ্গে আগে থেকে প্রিমিয়ার লিগে খেলার মৌখিক চুক্তি করায় তারকারা বিকল্প দলের সন্ধান করেননি। ফলে হঠাৎ করে না করে দেওয়ায় বিপদে পড়েছেন নাঈম হাসানের মতো ক্রিকেটাররা। 

জানা গেছে, আবাহনীও তারকা ক্রিকেটারদের ছেড়ে দেবে। এই সুযোগে মোহামেডান ও লিজেন্ডস অব রূপগঞ্জ তারকা ক্রিকেটার দিয়ে দল গড়ার সুযোগ পেয়েছে। নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান সাকিবদের রূপগঞ্জে নেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে গাজী গ্রুপের অর্থায়নে থাকা দলগুলোও বিপর্যয়ের মুখে। এর প্রভাব ক্রিকেটারদের রুটিরুজিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করেন বিসিবি কর্মকর্তারা। 

রাজনৈতিক পট পরিবর্তন হলেও বিএনপি ঘরানার ক্লাবগুলো এখনও শক্তিশালী হয়ে উঠতে পারেনি। পৃষ্ঠপোষকরাও আগের  মতো সাড়া দিচ্ছেন না বলে জানান আবাহনীর ক্রিকেট কর্মকর্তারা। এই পরিস্থিতিতে প্রাইম ব্যাংক ও অগ্রণী ব্যাংক নতুন করে দল গড়ার সিদ্ধান্ত নেওয়ায় এলোমেলো হয়ে পড়েছে ক্রিকেটারদের দল বদলের বাজার। 

এ নিয়ে নাঈম হাসান বলেন, ‘সালাউদ্দিন স্যার আমাদের ১৯ ক্রিকেটারের সঙ্গে কথা বলেছিলেন। স্যার থাকলে হয়তো সমস্যা হতো না। হঠাৎ করে না করে দেওয়ায় সমস্যা হয়ে গেছে।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

দলের প্রতি অনুগত থাকার অঙ্গীকার, জামায়াতে যোগ দি‌লেন মেজর (অব.) আ

বিএনপির সা‌বেক নেতা, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলা‌দেশ জামায়াতে ইসলামী‌তে যোগদান ক‌রে‌ছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে দ‌লের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ ক‌রার মধ‌্য দি‌য়ে আনুষ্ঠা‌নিকভা‌বে তিনি জামায়া‌তে যোগ দেন। 

মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। 

দল‌টি‌তে যোগ‌ দি‌য়ে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।

ডা. শফিকুর রহমান এ সময় তাকে ফুল দি‌য়ে বরণ ক‌রেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। বিএন‌পিতে থাকা অবস্থায় দলটির বিরু‌দ্ধে মন্তব‌্য করাসহ নানা ‌বিত‌র্কিত কর্মকা‌ণ্ডের জন‌্য তিনি আলোচিত হন।  

বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

ঢাকা/নঈমুদ্দীন// 

সম্পর্কিত নিবন্ধ