সরকার পতনের পরই শাইনপুকুরের কর্মকর্তারা ক্রিকেটারদের অন্য কোনো দল খুঁজে নিতে বলেছিলেন। কেউ কেউ ভালো দল পেলেও সম্মানী পাচ্ছেন কম। শাইনপুকুরের চেয়েও খারাপ অবস্থা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ক্রিকেটারদের। ১৯  ক্রিকেটারকে চার দিন আগে নতুন দল খুঁজে নিতে বলেছে দলটির ম্যানেজমেন্ট। এমন না যে আর্থিক সংকটের কারণে দল বানাচ্ছে না প্রাইম ব্যাংক। 

খোঁজ নিয়ে জানা গেছে, নতুন কোচিং স্টাফ নিজেদের মতো করে দল সাজাবে। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সঙ্গে আগে থেকে প্রিমিয়ার লিগে খেলার মৌখিক চুক্তি করায় তারকারা বিকল্প দলের সন্ধান করেননি। ফলে হঠাৎ করে না করে দেওয়ায় বিপদে পড়েছেন নাঈম হাসানের মতো ক্রিকেটাররা। 

জানা গেছে, আবাহনীও তারকা ক্রিকেটারদের ছেড়ে দেবে। এই সুযোগে মোহামেডান ও লিজেন্ডস অব রূপগঞ্জ তারকা ক্রিকেটার দিয়ে দল গড়ার সুযোগ পেয়েছে। নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান সাকিবদের রূপগঞ্জে নেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে গাজী গ্রুপের অর্থায়নে থাকা দলগুলোও বিপর্যয়ের মুখে। এর প্রভাব ক্রিকেটারদের রুটিরুজিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করেন বিসিবি কর্মকর্তারা। 

রাজনৈতিক পট পরিবর্তন হলেও বিএনপি ঘরানার ক্লাবগুলো এখনও শক্তিশালী হয়ে উঠতে পারেনি। পৃষ্ঠপোষকরাও আগের  মতো সাড়া দিচ্ছেন না বলে জানান আবাহনীর ক্রিকেট কর্মকর্তারা। এই পরিস্থিতিতে প্রাইম ব্যাংক ও অগ্রণী ব্যাংক নতুন করে দল গড়ার সিদ্ধান্ত নেওয়ায় এলোমেলো হয়ে পড়েছে ক্রিকেটারদের দল বদলের বাজার। 

এ নিয়ে নাঈম হাসান বলেন, ‘সালাউদ্দিন স্যার আমাদের ১৯ ক্রিকেটারের সঙ্গে কথা বলেছিলেন। স্যার থাকলে হয়তো সমস্যা হতো না। হঠাৎ করে না করে দেওয়ায় সমস্যা হয়ে গেছে।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ