বাংলাদেশের রাজধানী ঢাকার টঙ্গীতে বিশ্ব ইজতেমা থেকে ফেরার সময় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ট্রেনে হামলার শিকার হয়েছেন রেজাউল ইসলাম নামে এক তরুণ। টুপি ও দাড়ি দেখে তাঁর ওপর হামলা চালানো হয়েছে বলে তিনি পশ্চিমবঙ্গের গণমাধ্যমের কাছে দাবি করেছেন। গতকাল বুধবার রেজাউলকে নিয়ে সমাজকর্মীদের একটি দল শিয়ালদহ স্টেশনে রেলওয়ে পুলিশের কাছে অভিযোগও করেছে।

রেজাউলের বাড়ি পশ্চিমবঙ্গের হুগলি জেলায়।

অভিযোগে বলা হয়েছে, গত মঙ্গলবার সকালে টঙ্গীতে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ শেষে রেজাউল গেদে-শিয়ালদহ লোকাল ট্রেনে করে বাংলাদেশ থেকে ফিরছিলেন। তিনি তাঁর মালপত্র ট্রেনের বাংকারে ও চেয়ারের নিচে রেখেছিলেন। প্রথম দিকে ট্রেন ফাঁকা থাকলেও পরে নিয়মিত যাত্রীরা ট্রেনে উঠতে শুরু করেন। যাত্রীদের কেউ কেউ কোনো কারণ ছাড়াই সাম্প্রদায়িক উসকানিমূলক কথাবার্তা শুরু করেন। একপর্যায়ে তাঁরা অকথ্য ভাষা ব্যবহার করেন। রেজাউল এর প্রতিবাদ করলে তাঁকে মারধর শুরু হয়।

ওই তরুণ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও সাক্ষাৎকারে বলেন, অশালীন ভাষায় সাম্প্রদায়িক নানা কথা বলার পর যাত্রীদের কেউ কেউ আমাকে বাংলাদেশি বলে চিহ্নিত করেন। তাঁরা বলেন, ‘আমরা ভারতের জনসংখ্যা বাড়াচ্ছি। আমি ওই যাত্রীদের জানাই, আমি ভারতীয় এবং তাঁদের যা অধিকার আছে আমারও সেই অধিকার আছে। এইটা বলার পরেই তারা আমাকে মারধর শুরু করেন।’

বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গে নানা আলোচনা চলছে। মূলত মুসলমান সম্প্রদায়ের দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট এবং কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া—মার্ক্সবাদী (সিপিআইএম) এই ঘটনার প্রতিবাদ করেছে।

ভারতে সম্প্রতি সংখ্যালঘুদের ওপর বিনা প্ররোচনায় আক্রমণের এটা প্রথম ঘটনা নয়। ক্ষমতাচ্যুত ও ভারতে আশ্রয় গ্রহণকারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পরে বিভিন্ন জায়গায় বাঙালি মুসলমানরা আক্রান্ত হচ্ছেন। এমনকি পশ্চিমবঙ্গেও এই ধরনের ঘটনা বাড়ছে।

গত আগস্টে মুহাম্মদ রবিউল হক নামে হুগলি জেলার এক বাসিন্দার ওপর জেলার শ্রীরামপুরে একই ধরনের হামলা হয়। হামলার সময় রবিউল হক একটি ট্রেকারে (জিপ) সফর করছিলেন। দীর্ঘ সময় পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় রবিউল পশ্চিমবঙ্গের সংখ্যালঘু কমিশনের দ্বারস্থ হন। এরপর বিষয়টি সামনে আসে। ভারতের বিভিন্ন রাজ্য থেকেও সংখ্যালঘুদের ওপর সম্প্রতি এই ধরনের হামলার খবর পাওয়া যাচ্ছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ওপর

এছাড়াও পড়ুন:

আরো ৩ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিল হামাস

ইসরায়েলের কাছে আরো তিন জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। গতকাল রবিবার রাতে মরদেহগুলো রেডক্রসের হাতে তুলে দেয় তারা।

আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

আরো পড়ুন:

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা, ৭৫ শতাংশ ত্রাণ প্রবেশে বাধা

পশ্চিম তীরে ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেওয়ার নিন্দা বাংলাদেশের

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে বলেছে, “রেডক্রসের মাধ্যমে ইসরায়েল তিন মৃত জিম্মির কফিন গ্রহণ করেছে। যেগুলো গাজায় থাকা প্রতিরক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা শিনবেতের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিচয় শনাক্তে মরদেহগুলো শনাক্ত কেন্দ্রে পাঠানো হবে।”

যদি এই জিম্মির পরিচয় শনাক্ত হয় তাহলে যুদ্ধবিরতির পর হামাসের হস্তান্তর করা মরদেহের সংখ্যা ২০ জনে পৌঁছাবে। গত মাসে যখন যুদ্ধবিরতি কার্যকর হয় তখন তাদের কাছে ২৮ জিম্মির মরদেহ ছিল।

ইসরায়েলের অভিযোগ, হামাস ইচ্ছাকৃতভাবে মরদেহগুলো ফেরত দিতে দেরি করছে। কিন্তু সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, মরদেহগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় এগুলো উদ্ধার করতে তাদের সময় লাগছে।

হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেড জানায়, রবিবার সকালে দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গ থেকে তারা মরদেহগুলো উদ্ধার করেছে।

পরে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে বলা হয়,  “সব জিম্মিদের পরিবারকে সেই অনুযায়ী আপডেট করা হয়েছে এবং এই কঠিন সময়ে আমাদের হৃদয় তাদের সাথে রয়েছে। আমাদের জিম্মিদের ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং শেষ জিম্মিটি ফিরে না আসা পর্যন্ত থামবে না।”

হোস্টেজ এবং মিসিং ফ্যামিলিজ ফোরাম গাজা থেকে বাকি সব মৃত জিম্মিকে উদ্ধারের জন্য নেতানিয়াহুকে জরুরিভাবে পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিচ্ছে।

হামাস ও ইসরায়েল একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে।

হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, রবিবার উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা তাদের সৈন্যদের জন্য হুমকিস্বরূপ এক সন্ত্রাসীকে হত্যা করেছে।

গত ১৩ অক্টোবর যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে গাজা থেকে জীবিত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ