ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতিরা পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণ বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন। সেই সঙ্গে বিদেশি বিভিন্ন বড় কোম্পানিও রাজ্যটিতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। সব মিলিয়ে ৪ লাখ ৪০ হাজার ৫৯৫ কোটি রুপির বিনিয়োগ প্রস্তাব দেওয়া হয়েছে, যা বাংলাদেশের ৬ লাখ কোটি টাকার মতো। এ ব্যাপারে দুই দিনে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে ২১২টি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বৃহস্পতিবার বিকেলে কলকাতায় অষ্টম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান। গতকাল বুধবার কলকাতার উপশহর রাজারহাটের নিউটাউনের বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টার হলে দুই দিনের এই সম্মেলন শুরু হয়।

এবারের সম্মেলন বিশ্বের নবম শীর্ষ এবং ভারত ও এশিয়ার শীর্ষ বিলিয়নিয়ার বা শতকোটিপতি ব্যবসায়ী মুকেশ আম্বানি ৫০ হাজার কোটি রুপির বিনিয়োগ প্রস্তাব দেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ হাজার কোটি টাকা। ভারতের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী রিলায়েন্স গ্রুপের কর্ণধার জানান, তাঁরা এই রাজ্যে ডেটা সেন্টার, খুচরা ব্যবসা, কেব্‌ল ল্যান্ডিং স্টেশন ও সৌরবিদ্যুৎ প্রকল্পে নতুন করে ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চান।

শিল্পপ্রতিষ্ঠান জেএসডব্লিউ বিদ্যুৎ খাত ও দুর্গাপুর বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে ১৬ হাজার কোটি রুপি বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। ভারতের প্রথম সারির আরেক শিল্পপ্রতিষ্ঠান অম্বুজা নেওটিয়া গোষ্ঠী এই রাজ্যের হেলথ কেয়ার, হসপিটালিটি, পর্যটন ও রিয়েল স্টেট প্রকল্পে ১৫ হাজার কোটি রুপির বিনিয়োগের প্রস্তাব রেখেছে। আরপি-এসজি এনার্জি স্বাস্থ্য ও শিক্ষা খাতে ১০ হাজার কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা তুলে ধরেছে। এ ছাড়া মাঝারি আকারের বেশ কয়েকটি শিল্পগোষ্ঠীও পশ্চিমবঙ্গের বিভিন্ন খাতে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ীদের মধ্যে রিলায়েন্স শিল্পগোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি ছাড়াও আইটিসি শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান সঞ্জীব পুরী, শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া, জেএসডব্লিউ গ্রুপের চেয়ারম্যান সজ্জন জিন্দাল, শিল্পপতি হর্ষবর্ধন আগরওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন উপস্থিত ছিলেন। সম্মেলনে ২৫ জন বিদেশি রাষ্ট্রদূতসহ ৪০টি দেশের দুই শতাধিক ব্যবসায়ী প্রতিনিধি যোগ দিয়েছেন।

কলকাতায় অষ্টম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বক্তব্য দিচ্ছেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্পানি। গতকাল বুধবার কলকাতার রাজারহাটের নিউটাউনের বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টারে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কলক ত ব যবস

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ