লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচ ৭–১ গোলে জিতেছিল বার্সেলোনা। একই দলের বিপক্ষে গতকাল রাতে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে মাঠে নেমেছিল কাতালান ক্লাবটি। আগের ম্যাচে বড় জয়ের পরও এই ম্যাচটাতে কঠিন প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা ছিল বার্সা খেলোয়াড়দের।

মাঠের লড়াইয়ে অবশ্য কোনো প্রতিদ্বন্দ্বীতাই হয়নি। এবার ফেরান তোরেসের হ্যাটট্রিকে ভ্যালেন্সিয়াকে ৫–০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। দলের হয়ে অন্য দুই গোল করেন ফারমিন লোপেজ ও লামিনে ইয়ামাল। এ জয়ের পথে দুই ম্যাচ মিলিয়ে ভ্যালেন্সিয়ার জালে বার্সা বল জড়িয়েছে ১২ বার।

ভ্যালেন্সিয়ার মাঠে দলটিরই সাবেক খেলোয়াড় তোরেসের গোলে বার্সার এগিয়ে যেতে সময় লাগে মাত্র ৩ মিনিট। এরপর ৩০ মিনিটের নিজের হ্যাটট্রিকও পূরণ করে নেন তোরেস। আর মাঝে ২৩ মিনিটে গোল করেন লোপেজও। অর্থাৎ প্রথম আধাঘণ্টায় ৪ গোল করে ম্যাচটাই একরকম শেষ করে দেয় বার্সা। পরবর্তীতে অবশ্য ৫৯ মিনিটে বার্সার হয়ে আরও এক গোল করে ব্যবধান ৫–০ করেন ইয়ামাল।

আরও পড়ুনব্যবসায় প্রশাসনে পড়া ছেলেটির গোলে রিয়াল সেমিফাইনালে০৬ ফেব্রুয়ারি ২০২৫

বড় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে হ্যাটট্রিক করা তোরেস বলেছেন, ‘আমরা ভেবেছিলাম এটা খুব কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে। কারণ, মেস্তায়ায় খেলা সব সময় কঠিন। আমাদের ভাগ্য ভালো যে আমরা ম্যাচের প্রথম দিকেই গোল করেছি এবং সেটাই তাদের ভরাডুবির কারণ হয়েছে।’

লামিনে ইয়ামালের গোল উদ্‌যাপন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ ল কর

এছাড়াও পড়ুন:

দলের প্রতি অনুগত থাকার অঙ্গীকার, জামায়াতে যোগ দি‌লেন মেজর (অব.) আ

বিএনপির সা‌বেক নেতা, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলা‌দেশ জামায়াতে ইসলামী‌তে যোগদান ক‌রে‌ছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে দ‌লের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ ক‌রার মধ‌্য দি‌য়ে আনুষ্ঠা‌নিকভা‌বে তিনি জামায়া‌তে যোগ দেন। 

মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। 

দল‌টি‌তে যোগ‌ দি‌য়ে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।

ডা. শফিকুর রহমান এ সময় তাকে ফুল দি‌য়ে বরণ ক‌রেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। বিএন‌পিতে থাকা অবস্থায় দলটির বিরু‌দ্ধে মন্তব‌্য করাসহ নানা ‌বিত‌র্কিত কর্মকা‌ণ্ডের জন‌্য তিনি আলোচিত হন।  

বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

ঢাকা/নঈমুদ্দীন// 

সম্পর্কিত নিবন্ধ