লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচ ৭–১ গোলে জিতেছিল বার্সেলোনা। একই দলের বিপক্ষে গতকাল রাতে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে মাঠে নেমেছিল কাতালান ক্লাবটি। আগের ম্যাচে বড় জয়ের পরও এই ম্যাচটাতে কঠিন প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা ছিল বার্সা খেলোয়াড়দের।

মাঠের লড়াইয়ে অবশ্য কোনো প্রতিদ্বন্দ্বীতাই হয়নি। এবার ফেরান তোরেসের হ্যাটট্রিকে ভ্যালেন্সিয়াকে ৫–০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। দলের হয়ে অন্য দুই গোল করেন ফারমিন লোপেজ ও লামিনে ইয়ামাল। এ জয়ের পথে দুই ম্যাচ মিলিয়ে ভ্যালেন্সিয়ার জালে বার্সা বল জড়িয়েছে ১২ বার।

ভ্যালেন্সিয়ার মাঠে দলটিরই সাবেক খেলোয়াড় তোরেসের গোলে বার্সার এগিয়ে যেতে সময় লাগে মাত্র ৩ মিনিট। এরপর ৩০ মিনিটের নিজের হ্যাটট্রিকও পূরণ করে নেন তোরেস। আর মাঝে ২৩ মিনিটে গোল করেন লোপেজও। অর্থাৎ প্রথম আধাঘণ্টায় ৪ গোল করে ম্যাচটাই একরকম শেষ করে দেয় বার্সা। পরবর্তীতে অবশ্য ৫৯ মিনিটে বার্সার হয়ে আরও এক গোল করে ব্যবধান ৫–০ করেন ইয়ামাল।

আরও পড়ুনব্যবসায় প্রশাসনে পড়া ছেলেটির গোলে রিয়াল সেমিফাইনালে০৬ ফেব্রুয়ারি ২০২৫

বড় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে হ্যাটট্রিক করা তোরেস বলেছেন, ‘আমরা ভেবেছিলাম এটা খুব কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে। কারণ, মেস্তায়ায় খেলা সব সময় কঠিন। আমাদের ভাগ্য ভালো যে আমরা ম্যাচের প্রথম দিকেই গোল করেছি এবং সেটাই তাদের ভরাডুবির কারণ হয়েছে।’

লামিনে ইয়ামালের গোল উদ্‌যাপন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ ল কর

এছাড়াও পড়ুন:

বন্ধুদের নিয়ে ‘উড়াল’

আট বছর আগে জোবায়দুর রহমানকে গল্পটা শুনিয়েছিলেন সম্রাট প্রামানিক। জোবায়দুর তখন সহকারী পরিচালক, স্বপ্ন চলচ্চিত্র নির্মাতা হওয়া। কয়েক বছর পর সত্যি সত্যিই যখন সিনেমা নির্মাণের কথা ভাবলেন, শুরুতেই তাঁর সেই গল্পের কথা মনে পড়ল। সম্রাটকে ফোন করলেন জোবায়দুর, চায়ের দোকানে বসে আবারও গল্পটা শুনলেন। ঠিক করলেন, এ গল্প থেকেই ছবি বানাবেন তিনি।

পেশাদার কোনো প্রযোজকের কাছে যাননি জোবায়দুর, নিজেরাই স্বাধীনভাবে ছবিটি নির্মাণ করেছেন; পাশে ছিলেন ভাই-বন্ধুরা। নির্মাতা বললেন, ‘এটাই আমার প্রথম নির্মাণ, আগে কোনো কাজ করিনি। কী করা যায়? আশপাশের ভাই–বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম। শরীফ সিরাজ, সম্রাট প্রামানিক, জহিরুল ইসলামসহ তিন-চারজন মিলে কাজটা শুরু করি।’ তাঁরা কেন বিনিয়োগ করলেন? এমন প্রশ্নের জবাবে নির্মাতা জোবায়দুর বলেন, ‘গল্পের কারণে আগ্রহী হয়েছেন তাঁরা।’

শুটিংয়র ফাঁকে তোলা ছবি

সম্পর্কিত নিবন্ধ