চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
Published: 7th, February 2025 GMT
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের দুই সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। সাড়ে ছয় বছর পর নতুন কমিটি গঠন করা হলো।
শুক্রবার এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে বেলায়েত হেসেন বুলুকে আহ্বায়ক ও জমির উদ্দিন নাহিদকে সদস্যসচিব করা হয়েছে। আাগমী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এফএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান।
নবগঠিত কমিটির আহ্বায়ক বলেন, দলের দুঃসময়ে আমরা মাঠে ছিলাম। জেল খেটেছি। কেন্দ্রের নির্ধারণ করে দেওয়া সময়সীমার মধ্যে আহ্বায়ক কমিটি জমা দেওয়া হবে।
২০১৮ সালের ২৬ জুলাই এইচ এম রাশেদ খানকে সভাপতি ও বেলায়েত হোসেন বুলুকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ ওই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এরপর ২০২০ সালের ২২ সেপ্টেম্বর আকার বৃদ্ধি করে ১৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বেক্সিমকোর বন্ধ কারখানা চালুর উদ্যোগ
বেক্সিমকো গ্রুপের বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করার জন্য জাপানের রিভাইভাল নামক একটি প্রতিষ্ঠান ২৪৫ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে। এই উদ্যোগে রিভাইভালের সাথে যুক্ত রয়েছে যুক্তরাষ্ট্রের ইকোমিলি। সরকার এই যৌথ বিনিয়োগে সম্মতি দিয়েছে এবং ত্রিপক্ষীয় চুক্তি সাক্ষরের অপেক্ষায় রয়েছে, যেখানে রিভাইভাল, জনতা ব্যাংক ও বেক্সিমকো অন্তর্ভুক্ত থাকবে। প্রাথমিকভাবে ১৫টি কারখানা চালুর চেষ্টা চলছে। বুয়েট ইনভেস্টমেন্ট নেটওয়ার্কের মাধ্যমে আরও ১০ কোটি ডলার ঋণের ব্যবস্থা করা হবে।