শরীয়তপুরের জাজিরায় ১৬ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শারীরিক নির্যাতনে ওই শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নির্যাতনের অভিযোগে শিশুটির মা চাঁদনী আক্তার (২০) ও তাঁর বর্তমান স্বামী খোরশেদ মিয়াকে (২৫) আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের মিরাশার গ্রাম থেকে আরিফা নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

জাজিরা থানা সূত্রে জানা যায়, নড়িয়ার বাসিন্দা চাঁদনী আক্তারের বিয়ে হয় ঢাকার কেরানীগঞ্জ এলাকায়। সেখানে স্বামী আল-আমীনের সঙ্গে ভাড়া করা বাসায় বসবাস করতেন। তাঁদের সংসারে এক কন্যাসন্তানের জন্ম হয়। চাঁদনী আক্তার ছয় মাস আগে আল-আমীনকে তালাক দিয়ে খোরশেদ নামের এক যুবককে বিয়ে করেন। দুই মাস আগে তাঁরা মিরাশার এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। চাঁদনী ও খোরশেদ স্থানীয় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।

মিরাশার এলাকার স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, খোরশেদ ও চাঁদনী শিশু আরিফাকে শারীরিকভাবে নির্যাতন করতেন। নির্যাতন করার পর তাকে চিকিৎসা করানো হতো না। গত বুধবার ওই শিশুকে মারধর করা হয়। তাতে সে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু তাকে কোনো চিকিৎসা করানো হয়নি। অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার রাতে শিশুটি মারা যায়। স্থানীয় ব্যক্তিরা বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঘটনাটি পুলিশকে জানান। তখন পুলিশ মিরাশার গ্রাম থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে। আজ শুক্রবার সকালে ওই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়। আর নির্যাতনের অভিযোগে পুলিশ মিরাশার এলাকা থেকে  চাঁদনী আক্তার ও খোরশেদ মিয়াকে আটক করেছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ প্রথম আলোকে বলেন, শারীরিক নির্যাতন করে এক শিশুকে হত্যা করা হয়েছে, পুলিশ এমন অভিযোগ পায় স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে। ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নির্যাতনের অভিযোগে ওই শিশুর মা ও তার সৎবাবাকে আটক করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। ওই শিশুর বাবাকে খবর দেওয়া হয়েছে। তিনি এলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ শ র মরদ হ

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ