শরীয়তপুরে ১৬ মাসের শিশুর মৃত্যু, মা ও সৎবাবা আটক
Published: 7th, February 2025 GMT
শরীয়তপুরের জাজিরায় ১৬ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শারীরিক নির্যাতনে ওই শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নির্যাতনের অভিযোগে শিশুটির মা চাঁদনী আক্তার (২০) ও তাঁর বর্তমান স্বামী খোরশেদ মিয়াকে (২৫) আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের মিরাশার গ্রাম থেকে আরিফা নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
জাজিরা থানা সূত্রে জানা যায়, নড়িয়ার বাসিন্দা চাঁদনী আক্তারের বিয়ে হয় ঢাকার কেরানীগঞ্জ এলাকায়। সেখানে স্বামী আল-আমীনের সঙ্গে ভাড়া করা বাসায় বসবাস করতেন। তাঁদের সংসারে এক কন্যাসন্তানের জন্ম হয়। চাঁদনী আক্তার ছয় মাস আগে আল-আমীনকে তালাক দিয়ে খোরশেদ নামের এক যুবককে বিয়ে করেন। দুই মাস আগে তাঁরা মিরাশার এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। চাঁদনী ও খোরশেদ স্থানীয় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।
মিরাশার এলাকার স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, খোরশেদ ও চাঁদনী শিশু আরিফাকে শারীরিকভাবে নির্যাতন করতেন। নির্যাতন করার পর তাকে চিকিৎসা করানো হতো না। গত বুধবার ওই শিশুকে মারধর করা হয়। তাতে সে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু তাকে কোনো চিকিৎসা করানো হয়নি। অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার রাতে শিশুটি মারা যায়। স্থানীয় ব্যক্তিরা বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঘটনাটি পুলিশকে জানান। তখন পুলিশ মিরাশার গ্রাম থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে। আজ শুক্রবার সকালে ওই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়। আর নির্যাতনের অভিযোগে পুলিশ মিরাশার এলাকা থেকে চাঁদনী আক্তার ও খোরশেদ মিয়াকে আটক করেছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ প্রথম আলোকে বলেন, শারীরিক নির্যাতন করে এক শিশুকে হত্যা করা হয়েছে, পুলিশ এমন অভিযোগ পায় স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে। ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নির্যাতনের অভিযোগে ওই শিশুর মা ও তার সৎবাবাকে আটক করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। ওই শিশুর বাবাকে খবর দেওয়া হয়েছে। তিনি এলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ শ র মরদ হ
এছাড়াও পড়ুন:
ডিহাইড্রেশন দূর করতে ‘লেবুর কাজী’
লেবুর কাজী ভাতের সাথে ডালের মতো খেতে পারেন। এ ছাড়া আলু ভর্তা, ডিম ভাজি, মাংসের ঝুরা, কালা ভুনা, এবং কোয়াবের সঙ্গে খেতেও অনেক ভালো লাগে। ভুনা বা ডিপ ফ্রাই মাছের সাথেও বেশ জমে যায় লেবুর কাজী।
উপকরণ
ঠান্ডা পানি: ৫০০ মিলি
ভাজা শুকনা মরিচ: ২টি
লেবু: ১টি (রস করে নেওয়া)
সরিষার তেল: ১ টেবিল চামচ
রসুন কুচি: ১ চা চামচ
লবণ: স্বাদমতো
প্রথম ধাপ: একটি বড় বাটিতে লেবুর রস, শুকনা মরিচ, রসুন কুচি, সরিষার তেল ও লবণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর হাত দিয়ে উপকরণগুলো ভালোভাবে মেখে নিন।
দ্বিতীয় ধাপ: এবার পরিমাণমতো পানি যোগ করুন। এরপর সবকিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি লেবুর কাজী।
সূত্র: শিউলি কিচেন
ঢাকা/লিপি