“ইজ্জত-মানসম্মান থাকতে নির্বাচনের তারিখ ঘোষণা করুন”
Published: 7th, February 2025 GMT
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, অচিরে আপনারা নির্বাচনের রূপরেখা ঘোষণা করেন। এদেশের মানুষ নির্বাচনের তারিখ জানতে চায়।
এদেশের মানুষ নিজের ভোট নিজে দিয়ে নিজের নেতাকে নির্বাচিত করতে চায়। সুতরাং ইজ্জত মান সম্মান থাকতে আপনারা অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা ও তারিখ ঘোষণা করুন। যার মাধ্যমে এদেশের জনগণ তার পছন্দের দল ও নেতা কে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বন্দরে নজরুল ইসলাম আজাদের নানীর বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে এসে গকুলদাসের বাগে চৌরাস্তা খেলার মাঠে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সুস্থতা কামনায় দোয়া ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
আজাদ বলেন, যার রোগমুক্তির জন্য আজকে দোয়া তিনি কে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া । যিনি দেশের গণতন্ত্রের জন্য এক পার্সেনও আপোষ করেনি। এদেশের গণতন্ত্রের জন্য কিন্তু তার দুই ছেলেকে ওয়ান ইলেভেনের সময় কি পরিমান অত্যাচার করেছে আপনাদের মনে আছে।
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেরুদন্ড ভেঙ্গে দেওয়া হয়েছিল তা আপনাদের মনে আছে। আরাফাত রহমান কোকো কি পরিমান অত্যাচার করেছে তাও আপনাদের মনে আছে। এই অত্যাচারের শিকার হয়ে কিন্তু আরাফাত রহমান কোকো এক পর্যায়ে মৃত্যুবরণ করেছে। তারা দুই ভাই যখন জেলে ছিল তখন তাদের কিন্তু সঠিক চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়নি।
তিনি আরো বলেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য কিন্তু অনেক রকম ভাবেই অত্যাচার করেছিল। তারপরও কিন্তু উনি বিদেশে যাননি। যিনি এদেশের গণতান্ত্রিক কামে মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করেছে আপনারা সেই নেত্রী বেগম খালেদা জিয়া লন্ডন চিকিৎসাধীন রয়েছে আপনারা উনার সুস্থতার জন্য মন থেকে দোয়া করবেন।
যেন পুরোপুরি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আপনারা দোয়া করবেন বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সর্বোপরি জিয়া পরিবারের জন্য। তারেক রহমান দেশ ও জাতির কল্যাণের জন্য দীর্ঘ ১৬টি বছর আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন।
তিনি আমাদের জন্য এবং দেশের জন্য কাজ করে যাচ্ছেন উনি যেন সুস্থ থেকে আমাদের জন্য কাজ করে যেতে পারেন তার জন্য আপনারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন।
এসময়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া পরিচালনা করা হয়। পরে বিএনপি নেতা নজরুল ইসলাম অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ শেষে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে তার নানা নানীর কবর জিয়ারত করেন।
বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটনের সঞ্চালনায় এবং বন্দর উপজেলা বিএনপি নেতা মোমেন ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ( ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ, প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব এড.
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূঁইয়া, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ নজর ল ইসল ম ত র ক রহম ন ব গম খ ল দ র ল ইসল ম র জন য ক র ব এনপ আম দ র আপন র
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫