সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ভাতিজা কিশোরগঞ্জের মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. শরীফ কামালের হাওর রিসোর্টে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছেন এলাকাবাসী।

শুক্রবার বিকেলে মিঠামইনের সদর ইউনিয়নের কামালপুর গ্রামে হাওর রিসোর্টে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এছাড়াও রাতে মিঠামইন উপজেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাতে দোকানপাট ভাঙচুরসহ রাষ্ট্রপতির ভাই আব্দুল হক নুরুর ধানের গুদামের তালা ভেঙে কিছু ধান নিয়ে যান তারা।

স্থানীয়রা জানান, মিঠামইন বাজার থেকে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে হাওর রিসোর্টে এসে রিসোর্টের গেট ভেঙে প্রবেশ করে সব কিছু ভেঙে তারপর আগুন লাগিয়ে দেন।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

শফিউল আলম জানান, রিসোর্টে আগুন এবং ভাঙচুরের ঘটনা শুনেছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ম ঠ মইন

এছাড়াও পড়ুন:

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এখনো শাহবাগে অবরোধকারীরা

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আজ শুক্রবারও অবস্থান কর্মসূচি পালন করছেন ‘জুলাই যোদ্ধারা’। গতকালের মতো আজকেও শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের (আহত) ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। অবরোধকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড়ে গতকাল বৃহস্পতিবার থেকে অবরোধকারীরা অবস্থান করছেন

সম্পর্কিত নিবন্ধ