হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে শ্রীলঙ্কা
Published: 8th, February 2025 GMT
গলে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যে চলমান দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচের তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছে অজিরা। শনিবার (৮ ফেব্রুয়ারি, ২০২৫) ৩ উইকেটে ৩০৩ রান নিয়ে খেলা শুরু করা অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংসে ৪১৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের অসাধরণ বোলিংয়ে। লঙ্কানরা ১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে। তবে অজিদের জন্য পাতা স্পিন ফাঁদে নিজেরা পড়ে এখন নিশ্চিত হারের সম্মুখীন হয়েছে লঙ্কানরা।
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসেও তেমন কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ৮ উইকেটে ২১১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে তারা। স্বাগতিকরা দুই উইকেট হাতে রেখেই কেবল ৫৪ রানে এগিয়ে রয়েছে।
শনিবার সকালে অস্ট্রেলিয়াকে বিপদে ফেলে দেন প্রাবাত জয়সুরিয়া। এই বাঁহাতি স্পিনার দিনের শুরুতে অস্ট্রেলিয়ার ব্যাটিংকে ধসিয়ে দেন। অ্যালেক্স ক্যারির সঙ্গে ২৫৯ রানের জুটি গড়া স্টিভেন স্মিথের বিদায়ের পর আর মাত্র ৬৪ রানই যোগ করতে পারে অজিরা। স্মিথ থেমেছেন ১৩১ রানে অন্যদিকে ক্যারি কাটা পড়েন ১৫৬ রানে। দুটি উইকেটই পেয়েছেন টেস্ট ক্যারিয়ারে ১১তম বার ৫ উইকেট নেওয়া প্রবাত।
আরো পড়ুন:
চারে এসে সফল শান্ত-হৃদয়
৪ থেকে ৬ জন ক্রিকেটার ধরে রাখার পক্ষে তামিম
এরপর সফরকারীদের ম্যাথু কুনেমান ও ন্যাথান লায়নের চমৎকার স্পিনের সামনে এলমেলো হয়ে যায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা। এই দুই স্পিনারের দাপটে অস্ট্রেলিয়া এখন হোয়াইটওয়াশের স্বপ্ন দেখতে শুরু করেছে। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তিনি ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে যখন সাজঘরে ফিরেন তখন দলীয় সংগ্রহ ১৯৮ রান। শ্রীলঙ্কার শেষ আশার প্রদীপ হয়ে টিকে আছেন কুশল মেন্ডিস। প্রথম ইনিংসে হার না মানা ৮৫ রান করা মেন্ডিস তৃতীয় দিন শেষে ৪৮ রানে অপরাজিত রয়েছেন।
এদিকে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা সাবেক অধিনায়ক দিমুত করুনারত্নে দ্বিতীয় ইনিংসে ১৪ রান করে ফিরে যান।
এই ম্যাচ জিতলে ২০ বছর পর শ্রীলঙ্কাকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করবে অস্ট্রেলিয়া। সবশেষ এই কীর্তি গড়েছিল তারা ২০০৩-০৪ মৌসুমে, জিতেছিলেন ৩ টেস্টের সবগুলো।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দলের প্রতি অনুগত থাকার অঙ্গীকার, জামায়াতে যোগ দিলেন মেজর (অব.) আ
বিএনপির সাবেক নেতা, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন।
মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন।
দলটিতে যোগ দিয়ে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।
ডা. শফিকুর রহমান এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।
যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। বিএনপিতে থাকা অবস্থায় দলটির বিরুদ্ধে মন্তব্য করাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তিনি আলোচিত হন।
বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ঢাকা/নঈমুদ্দীন//