Samakal:
2025-12-13@13:09:54 GMT

পনেরোটি নতুন বই

Published: 8th, February 2025 GMT

পনেরোটি নতুন বই

ঈশপের গল্প 
ছড়া ছবি কল্প 
ঈশপের গল্পের বই। 
পুনর্কথন: হাসান হাফিজ। 
ছবি: মোমিন উদ্দীন খালেদ। 
দাম: ৩০০ টাকা। 
প্রকাশক: চন্দ্রাবতী।  

ভূতসমগ্র 
ভূতের গল্প ও উপন্যাসসমগ্র। লেখক: ফারুক নওয়াজ। ছবি: ধ্রুব এষ। দাম: ৪৮০ টাকা। প্রকাশক: জিনিয়াস।

বৃষ্টির কাছে শিখি 
ছড়ার বই। লেখক: ফারুক হোসেন। ছবি: আলমগীর জুয়েল। দাম: ৫২০ টাকা। প্রকাশক: আনন।   

আয়রে আমার ছেলেবেলা
স্মৃতিকথার বই। লেখক: আমীরুল ইসলাম। ছবি: ধ্রুব এষ। দাম: ২০০ টাকা। প্রকাশক: অনন্যা।

তোর্সা একটা নদীর নাম
ছড়ার বই। লেখক: খালেদ হোসাইন। ছবি: রজত। 
দাম: ২৫০ টাকা।
প্রকাশক: ছোটদের সময়।

এগল্প ওগল্প 
গল্পের বই। লেখক: ইমতিয়ার শামীম। ছবি: মনজুরুল আহসান। দাম: ২০০ টাকা। প্রকাশক: শৈশব। 

ভূত ভূতুড়ে
গল্পের বই। লেখক: অদ্বৈত মারুত। ছবি: সজল চৌধুরী। দাম: ২০০ টাকা। 
প্রকাশক: সূর্যোদয়। 

বিজ্ঞানী দাদু ও 
গোয়েন্দা অপু 
গল্পের বই। লেখক: শিবুকান্তি দাশ। ছবি: মোমিন উদ্দিন খালেদ। দাম: ২০০ টাকা। প্রকাশক: শিশুপ্রকাশ।

শিশুদের কত বই : 
শত বই
বইয়ের আলোচনা সংকলন। লেখক: ইমরুল ইউসুফ। 
ছবি: মামুন হোসাইন। 
দাম: ৪০০ টাকা।
প্রকাশক: কিডজ কারাভান।

তরু কাকার সরু বুদ্ধি
গল্পের বই। একই সঙ্গে বাংলা এবং ইংরেজি। লেখক: ইকবাল খন্দকার। অনুবাদ: লরা খন্দকার। ছবি: বিপ্লব চক্রবর্তী। দাম: ১৬০ টাকা। প্রকাশক: আলোঘর। 

বিজ্ঞানী মামার কাণ্ডকারখানা
সায়েন্স ফিকশন। লেখক: জসীম আল ফাহিম। ছবি: মোস্তাফিজ কারিগর। দাম: ১৫০ টাকা। প্রকাশক: আফসার ব্রাদার্স।

ছোটদের ফার্স্টএইড
চিকিৎসা বিষয়ক বই। লেখক : হুমায়ুন কবীর হিমু। ছবি: ধ্রুব এষ। দাম: ২০০ টাকা। প্রকাশক কাকাতুয়া।

অর্পণের সর্পজ্ঞান 
গল্পের বই। লেখক: শামীম খান যুবরাজ। ছবি: মিজানুর রহমান শামীম। 
দাম: ৮০ টাকা।
প্রকাশক: রংপেনসিল। 
মেঘ ভেজা দিন 
একলা বাড়ি
ছড়ার বই। লেখক: সুবর্ণা দাশ মুনমুন। ছবি: মোমিন উদ্দীন খালেদ। দাম: ২২০ টাকা। প্রকাশক : শৈলী।  
আরিয়েত্তির ছোট্ট 
ছোট্ট গল্পেরা
গল্পের বই। লেখক: আরিয়েত্তি ইসলাম। 
ছবি: তন্ময় শেখ। দাম: ১৫০ টাকা। প্রকাশক: কাকাতুয়া। n

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বইম ল ২০০ ট ক

এছাড়াও পড়ুন:

সনাহাদির উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে শহরে যুবদলের মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত এরশাদ উল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমদের নেতৃত্বে শহরে বিশাল প্রতিবাদ মিছিল করেছে মহানগর যুবদল।

‎শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল তিনটায় শহরের খানপুর হাসপাতাল রোড় থেকে শহরে বিশাল প্রতিবাদ মিছিল বের করে মহানগর যুবদল। মিছিলটি খানপুর থেকে শুরু করে মেট্রোহলের মোড় হয়ে মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামনে এসে মহানগর বিএনপির মূল মিছিলের সাথে অংশগ্রহণ করেন।

‎এময়ে মহানগর যুবদলের নেতাকর্মীরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত এরশাদ উল্লাহর উপরে হত্যাচেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িত দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্লোগান দেয়।

‎নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম, ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, ফয়েজ উল্লাহ সজল,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড. শাহিন খান, কাজী নাইসুল ইসলাম সাদ্দাম, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সাল প্রমুখ ।
 

সম্পর্কিত নিবন্ধ