Samakal:
2025-11-02@20:26:02 GMT

পনেরোটি নতুন বই

Published: 8th, February 2025 GMT

পনেরোটি নতুন বই

ঈশপের গল্প 
ছড়া ছবি কল্প 
ঈশপের গল্পের বই। 
পুনর্কথন: হাসান হাফিজ। 
ছবি: মোমিন উদ্দীন খালেদ। 
দাম: ৩০০ টাকা। 
প্রকাশক: চন্দ্রাবতী।  

ভূতসমগ্র 
ভূতের গল্প ও উপন্যাসসমগ্র। লেখক: ফারুক নওয়াজ। ছবি: ধ্রুব এষ। দাম: ৪৮০ টাকা। প্রকাশক: জিনিয়াস।

বৃষ্টির কাছে শিখি 
ছড়ার বই। লেখক: ফারুক হোসেন। ছবি: আলমগীর জুয়েল। দাম: ৫২০ টাকা। প্রকাশক: আনন।   

আয়রে আমার ছেলেবেলা
স্মৃতিকথার বই। লেখক: আমীরুল ইসলাম। ছবি: ধ্রুব এষ। দাম: ২০০ টাকা। প্রকাশক: অনন্যা।

তোর্সা একটা নদীর নাম
ছড়ার বই। লেখক: খালেদ হোসাইন। ছবি: রজত। 
দাম: ২৫০ টাকা।
প্রকাশক: ছোটদের সময়।

এগল্প ওগল্প 
গল্পের বই। লেখক: ইমতিয়ার শামীম। ছবি: মনজুরুল আহসান। দাম: ২০০ টাকা। প্রকাশক: শৈশব। 

ভূত ভূতুড়ে
গল্পের বই। লেখক: অদ্বৈত মারুত। ছবি: সজল চৌধুরী। দাম: ২০০ টাকা। 
প্রকাশক: সূর্যোদয়। 

বিজ্ঞানী দাদু ও 
গোয়েন্দা অপু 
গল্পের বই। লেখক: শিবুকান্তি দাশ। ছবি: মোমিন উদ্দিন খালেদ। দাম: ২০০ টাকা। প্রকাশক: শিশুপ্রকাশ।

শিশুদের কত বই : 
শত বই
বইয়ের আলোচনা সংকলন। লেখক: ইমরুল ইউসুফ। 
ছবি: মামুন হোসাইন। 
দাম: ৪০০ টাকা।
প্রকাশক: কিডজ কারাভান।

তরু কাকার সরু বুদ্ধি
গল্পের বই। একই সঙ্গে বাংলা এবং ইংরেজি। লেখক: ইকবাল খন্দকার। অনুবাদ: লরা খন্দকার। ছবি: বিপ্লব চক্রবর্তী। দাম: ১৬০ টাকা। প্রকাশক: আলোঘর। 

বিজ্ঞানী মামার কাণ্ডকারখানা
সায়েন্স ফিকশন। লেখক: জসীম আল ফাহিম। ছবি: মোস্তাফিজ কারিগর। দাম: ১৫০ টাকা। প্রকাশক: আফসার ব্রাদার্স।

ছোটদের ফার্স্টএইড
চিকিৎসা বিষয়ক বই। লেখক : হুমায়ুন কবীর হিমু। ছবি: ধ্রুব এষ। দাম: ২০০ টাকা। প্রকাশক কাকাতুয়া।

অর্পণের সর্পজ্ঞান 
গল্পের বই। লেখক: শামীম খান যুবরাজ। ছবি: মিজানুর রহমান শামীম। 
দাম: ৮০ টাকা।
প্রকাশক: রংপেনসিল। 
মেঘ ভেজা দিন 
একলা বাড়ি
ছড়ার বই। লেখক: সুবর্ণা দাশ মুনমুন। ছবি: মোমিন উদ্দীন খালেদ। দাম: ২২০ টাকা। প্রকাশক : শৈলী।  
আরিয়েত্তির ছোট্ট 
ছোট্ট গল্পেরা
গল্পের বই। লেখক: আরিয়েত্তি ইসলাম। 
ছবি: তন্ময় শেখ। দাম: ১৫০ টাকা। প্রকাশক: কাকাতুয়া। n

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বইম ল ২০০ ট ক

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ