ভূমিকম্পের ধাক্কা পেরিয়ে বড় জয় মেসিদের
Published: 9th, February 2025 GMT
উত্তর হন্ডুরাসে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬.২৩ মিনিটে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এটি ছিল গত চার বছরের মধ্যে ওই অঞ্চলের সবচেয়ে বড় ভূমিকম্প। প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা বাতিল করা হয়।
এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেই হন্ডুরাসে প্রাক-মৌসুম ম্যাচ খেলতে নামে লিওনেল মেসির ইন্টার মায়ামি। তবে ভূমিকম্পের কোনো প্রভাব ম্যাচে পড়েনি, বরং মাঠে নিজেদের দাপট দেখিয়েছে মেসির দল। হন্ডুরাসের ক্লাব অলিম্পিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি।
ভূমিকম্পের প্রায় দেড় ঘণ্টা পর বাংলাদেশ সময় সকাল ৭টায় চেলাটো ইউক্লেস ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ৪০০ মাইল দূরে হওয়ায় সেখানে কোনো কম্পন অনুভূত হয়নি। তবে অলিম্পিয়ার রক্ষণভাগ দারুণ চাপের মুখে পড়ে মেসি-সুয়ারেজদের আক্রমণের সামনে।
ম্যাচের ২৭ মিনিটে মেসি গোলের মাধ্যমে দলের এগিয়ে যাওয়ার সূচনা করেন। এরপর ৪৪ মিনিটে ফেডেরিকো রেদোনদো ও প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+২ মিনিটে) নোয়াহ অ্যালেনের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মায়ামি। দুটি গোলে অ্যাসিস্ট করেন মেসি। দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে লুইস সুয়ারেজ গোল করে ব্যবধান আরও বাড়ান। শেষ মুহূর্তে, ৭৯ মিনিটে রায়ান সেইলর জালে বল পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইন ট র ম য ম ভ ম কম প র
এছাড়াও পড়ুন:
তথ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
রবিবার (২ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন:
‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’সহ ৩৮ দাবি সংবাদকর্মীদের
সাক্ষাৎকালে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পত্র পাঠানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।
তিনি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়া সচিবালয়ের ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপদেষ্টাকে অনুরোধ জানান।
এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিএসআরএফের সভাপতির প্রস্তাব আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে বিএসআরএফের সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/মেহেদী