নিজ বাড়িতে ছুরিকাঘাতে প্রায় মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন সাইফ আলী খান। এ ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় ভারতের শোবিজ ও রাজনৈতিক অঙ্গনে। অস্ত্রোপচার করে সপ্তাহ দুয়েক আগে বাড়ি ফেরার পর ছোট নাবাবকে অংশ নিতে দেখা যায় সিনেমার প্রচারে। তবে রোববার বিকেলে ফের লীলাবতী হাসপাতালে ছুটতে হল সাইফকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, হামলার ঘটনার পর সাইফের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। রোববার ছুটির দিনে কড়া নিরাপত্তায় হাসপাতালে ঢোকেন সাইফ। পরনে সাদা টি শার্ট। চোখে রোদ চশমা। ব্যাকব্রাশ করা চুল। নবাবি স্টাইলে হাসপাতালের ভেতর প্রবেশ করেন তিনি।

পাপারাজ্জিদের দেখে কোনো কথাবার্তা বা অভিবাদন না জানিয়ে তাঁদের এড়িয়ে গেলেন সাইফ। লীলাবতীর হাসপাতালে অভিনেতাকে দেখে অনুরাগীদের প্রশ্ন, আবার কী হল সাইফের।

অস্ত্রোপচারের পরই চিকিৎসকরা সাইফকে পরামর্শ দিয়েছিলেন, বিশ্রামে থাকতে হবে। মানসিক চাপ নেওয়া যাবে না। ইতিবাচক থাকার পাশাপাশি রুটিন চেকআপ করাতে হবে যথাযথভাবে।

জানা গেছে, রোববার রুটিন চেকআপের জন্যই লীলাবতী হাসাপাতালে যেতে হয়েছে সাইফকে। তবে আজও তার সঙ্গে ছিলেন না স্ত্রী কারিনা কাপুর।

এদিকে এসবের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ রহস্যজনক পোস্ট করেন কারিনা। সেই পোস্ট তাঁর ইঙ্গিতপূর্ণ বলেই মনে করেছেন নেটিজেনরা। অনেকে আবার বলছেন, সাইফ-কারিনার সম্পর্কে ফাঁটল ধরেছে। সেই তিক্ততা নিয়ে এমন পোস্ট করেছেন সাইফঘরনী। সূত্র: সংবাদ প্রতিদিন ও হিন্দুস্থান টাইমস।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ