ব্যাটে রান নেই, তাই বিষম চাপে ছিলেন রোহিত শর্মা। কটকে আজ এমন চাপ নিয়েই কী ইনিংসটাই না খেললেন ভারত অধিনায়ক। তাঁর ৯০ বলের ১১৯ রানের সৌজন্যে সিরিজের ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৩০৫রানে লক্ষ্য ৩৩ বল ও ৪ উইকেট হাতে রেখেই পেরিয়েছে ভারত। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজটা জিতে নিয়ে স্বাগতিকেরা।

একাদশে দুটি পরিবর্তন নিয়ে আজ দল সাজিয়েছিল ভারত। কুলদীপ যাদবের পরিবর্তে একাদশে ঢোকেন বরুণ চক্রবর্তী। ওয়ানডেতে ভারতের দ্বিতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে অভিষেক হলো ৩৩ বছর বয়সী বরুণের। আর বিরাট কোহলিকে একাদশে ঢোকেন যশস্বী জয়সোয়ালের জায়গায়।

জয়সোয়ালের বদলে আজ ইনিংস উদ্বোধন করেন শুবমান গিল। অধিনায়ক রোহিতকে নিয়ে উদ্বোধনী জুটিতে ১৬.

৪ ওভারেই ১৩৬ রান এনে দেওয়া গিল করেছেন ৫২ বলে ৬০ রান। গিলের বিদায়ের পর উইকেটে আসা কোহলি টিকেছেন ৮ বল, করেছেন ৫ রান।

টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি পেয়েছেন শুবমান গিল

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঢাকার তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও সাউদার্ন পাম্পের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত খন্দকার সাইদুর রহমান (৩৮) পেশায় মার্চেন্ডাইজার ছিলেন। তাঁর বাড়ি ঢাকার পল্লবীর বাউনিয়ার আলাবদিরটেক এলাকায়। তাঁর বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।

মৃতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, রাতে সাইদুর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেলে সাইদুরের সঙ্গে তাঁর এক সহকর্মীও ছিলেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মারুফ জানিয়েছেন।

আবদুল্লাহ আল মারুফ বলেন, যে ট্রাকটি সাইদুরের মোটরসাইকেলে ধাক্কা দিয়েছিল, তা আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন।

পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই সাইদুরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আল মারুফ।

সম্পর্কিত নিবন্ধ