চট্টগ্রামে ‘কাপল ডান্স পার্টিতে’ অভিযান, আটক ২৫
Published: 12th, February 2025 GMT
চট্টগ্রামে অবৈধভাবে পরিচালিত ‘কাপল ডান্স পার্টিতে’ অভিযান চালিয়ে ২৫ নারী ও পুরুষকে আটক করেছে পুলিশ। সেখান থেকে ৭০ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাতে নগরীর পাঁচলাইশ থানা এলাকায় এয়াকুব ট্রেড সেন্টার নামক একটি ভবনের সপ্তম তলা থেকে এসব নারী-পুরুষকে আটক করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচলাইশ জোনের উপ-কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
উপ-কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম জানান, অবৈধভাবে মাদকের আড্ডা জমিয়ে কাপল ডান্স পার্টি পরিচালনার খবরে পুলিশ এয়াকুব ট্রেড সেন্টারে অভিযান চালায়। ভবনটির সপ্তম তলা থেকে কাপল ডান্স পার্টি চলমান অবস্থায় ২৫ নারী-পুরুষকে আটক করে পুলিশ। এসময় সেখান থেকে ৭০ ক্যান বিয়ার ও একজনকে আটক করা হয়। আটককৃতদের পাঁচলাইশ মডেল থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরো পড়ুন:
অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬০৭
চুরির অভিযোগে একজনকে গণধোলাই, পরে পুলিশে সোপর্দ
ঢাকা/রেজাউল/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ
আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ
দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ