অপ্রাপ্তবয়স্ক এক মেয়ের যৌন হয়রানির ভিডিও ছড়ানোর অভিযোগে তদন্ত শুরু হয়েছিল রিয়াল মাদ্রিদের স্প্যানিশ ডিফেন্ডার রাউল আসেনসিওর বিরুদ্ধে। ২১ বছর বয়সী ডিফেন্ডার তাঁর বিরুদ্ধে তদন্ত বন্ধের জন্য আপিল করেছিলেন। স্পেনের আদালত এ আপিল নাকচ করে আসেনসিওর বিরুদ্ধে তদন্ত জারি রেখেছেন।

চ্যাম্পিয়নস লিগে কাল রাতে প্লে-অফ প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়ালের ৩-২ গোলে জয়ের ম্যাচে মাঠে ছিলেন আসেনসিও।

রিয়ালের মূল দলের হয়ে ২২ ম্যাচ খেলা এই সেন্টারব্যাকের বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালের জুনে মাদ্রিদের ক্লাবটির বয়সভিত্তিক দলের দুই সাবেক খেলোয়াড় এক নারী ও এক অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন, যার ভিডিও রেকর্ড করা হয় এবং আসেনসিও তা শেয়ার করেছেন। ঘটনাস্থলে তৃতীয় এক সাবেক খেলোয়াড়ও উপস্থিত ছিলেন।

স্পেনের গ্রান কানারিয়া আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন আসেনসিওর আইনজীবী। কিন্তু আদালত মনে করছেন, আসেনসিও ভিডিওটি শেয়ার করেছিলেন কি না, সে বিষয়ে তদন্ত চালিয়ে যাওয়া উচিত।

গতকাল ক্যানারি দ্বীপপুঞ্জের উচ্চ আদালতের প্রেস অফিস বিবৃতিতে জানিয়েছে, আসেনসিওর আইনজীবী দলের আপিল খারিজ করে আদালত তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

২০২৩ সালের সেপ্টেম্বরে এ মামলায় চার খেলোয়াড়কে গ্রেপ্তার করা হয়। তাঁদের মুঠোফোনও জব্দ করা হয়।

রিয়ালের পক্ষ থেকে জানানো হয়, হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত ভিডিও ছড়ানোর বিষয়ে তারা প্রমাণ দাখিল করেছে। পুলিশ জানিয়েছে, ক্যানারি দ্বীপপুঞ্জে ১৬ বছর বয়সী এক মেয়ের মা যৌন সম্পর্কের ভিডিও ধারণের বিষয়ে অভিযোগ করেছেন। ভিডিও ধারণে তার সম্মতি ছিল না।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: তদন ত

এছাড়াও পড়ুন:

দলবদলের বাজারে চেলসিই রাজা, শীর্ষ দশে আর কারা

আধুনিক ফুটবলের দলবদল মানেই টাকার বস্তা নিয়ে খেলোয়াড় কিনতে নামা। প্রতি মৌসুমেই শীর্ষ দলগুলোর চোখ থাকে সেরা খেলোয়াড়দের দিকে। যেমন নির্দিষ্ট একটি ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বেশি খরচ করা দল চেলসি। শীর্ষ দশে আরও কারা আছে, একনজরে দেখে নেওয়া যাক।

১চেলসি (২০২৩–২৪)

খরচ: ৪৬ কোটি ৪০ লাখ ইউরো

২০২৩–২৪ মৌসুমে চেলসির দামি খেলোয়াড় মইসেস কাইসেদো

সম্পর্কিত নিবন্ধ

  • হুতিদের হামলায় সৌদি যুবরাজের লোহিত সাগর বন্দর পরিকল্পনা কি ভেস্তে যাবে
  • গুলশানে চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার
  • এআই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের বয়স শনাক্ত করবে গুগল
  • গাজায় নৃশংসতা চালিয়ে ইসরায়েল কি পশ্চিমা বিশ্বেও একঘরে হয়ে যাচ্ছে
  • স্পট ফিক্সিংয়ের অভিযোগ থেকে মুক্তি পাকেতার
  • কলকাতায় বাংলাদেশি অভিনেত্রী গ্রেপ্তার , দাবি ভারতীয় গণমাধ্যমের
  • কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি অভিনেত্রী
  • ওভালে টস হেরে ব্যাটিংয়ে ভারত, একাদশে চার পরিবর্তন
  • কর্মস্থলে অনুপস্থিত, পাঁচ প্রকৌশলী ও এক স্থপতি বরখাস্ত
  • দলবদলের বাজারে চেলসিই রাজা, শীর্ষ দশে আর কারা