ভিন্ন প্রকৃতির তিনটি গ্রুপকে একীভূত করে বাংলাদেশ তথ্য সার্ভিস গঠনে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবে উদ্বেগ জানিয়েছেন বিসিএস তথ্য-সাধারণ ক্যাডাররা। এই প্রস্তাব বাস্তবায়ন করা হলে তথ্য সার্ভিস একটি অকার্যকর সার্ভিসে পরিণত হতে পারে বলেও মনে করছেন তারা। 

বুধবার বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়। 

এতে বলা হয়, জনপ্রশাসন সংস্কার কমিশন প্রণীত সংস্কার প্রতিবেদনে ভিন্ন প্রকৃতির তিনটি গ্রুপ সাধারণ, অনুষ্ঠান ও বার্তাকে একীভূত করে বাংলাদেশ তথ্য সার্ভিস নামে যে সার্ভিস গঠনের কথা বলা হয়েছে, তাতে এ ক্যাডারের সদস্যদের উদ্বেগের কারণ রয়েছে। গ্রুপ তিনটির কর্মপ্রকৃতি এতটাই ভিন্ন, এগুলোকে কোনো একক সার্ভিসে একীভূত করা হলে তা একটি অকার্যকর সার্ভিসে পরিণত হতে পারে। 

বিবৃতিতে বলা হয়, এসব তথ্যের আলোকে বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের সঙ্গে বাংলাদেশ বেতারের কোনো অংশকে একীভূত করা সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাজের মান বৃদ্ধি, কর্মকর্তাদের কল্যাণ কিংবা জনস্বার্থ কোনোটির জন্যই যৌক্তিক বলে প্রতীয়মান হয় না। বিদ্যমান বাস্তবতায়, কেবল বিসিএস (তথ্য-সাধারণ) গ্রুপকে নিয়ে বাংলাদেশ তথ্য সার্ভিস করা যায়। পাশাপাশি প্রশাসনিক মন্ত্রণালয়ের নামের সঙ্গে সংগতি রেখে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের জন্য একটি স্বতন্ত্র সম্প্রচার সার্ভিস গঠন করা যেতে পারে। 

এ বিষয়ে বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তারা সরকারের সুবিবেচনা প্রত্যাশা করছেন বলেও বিবৃতিতে বলা হয়। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব স এস ব স এস

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে আজ থেকে শুরু সপ্তাহব্যাপী ‘ডিজিট্যাক্ট’

ছবি: চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ