চোরাই পথে কয়লা আনতে গিয়ে তাহিরপুর সীমান্তের ওপারে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
Published: 12th, February 2025 GMT
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে চোরাই পথে কয়লা আনতে গিয়ে পাথরের গর্তে পড়ে মো. রজব আলী (৫০) নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার লাকমা সীমান্তের ওপারে তিনি মারা যান বলে স্বজনেরা নিশ্চিত করেছেন। নিহত রজব আলী উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা পশ্চিমপাড়ার বাসিন্দা।
নিহত রজব আলীর জামাতা ফারুক মিয়া জানান, তাঁর শ্বশুর অনেক দিন ধরে লাকমা সীমান্তের ওপারে গিয়ে খাসিয়া বস্তিতে কাজ করতেন। আজ দুপুরে কাজ করার একপর্যায়ে পাথরের গর্তে পড়ে যান। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে সেখানে থাকা অন্য লোকজন বাড়িতে খরব দিলে বিকেলে এপার থেকে লোকজন গিয়ে তাঁর লাশ বাড়িতে নিয়ে আসেন।
স্থানীয় টেকেরঘাট পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক কার্তিক দাস বলেন, রজব আলী অবৈধভাবে ভারত থেকে কয়লা আনতে গিয়ে মাথায় পাথরের আঘাত পেয়ে মারা গেছেন বলে শুনেছেন। সন্ধ্যায় নিহত রজব আলীর বাড়িতে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামে এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জামালপুর সীমান্ত পিলার ১৫২/৭ এস মেইন পিলারের নিকট কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশ হস্তান্তর করেন।
শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শিপন আলীর ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাতে শান্ত ১০-১২ জন সহযোগী নিয়ে জামালপুর সীমান্ত দিয়ে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের নিউ উদয় বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা গুলি ছুঁড়লে শান্ত গুলিবিদ্ধ হন। পালিয়ে যান সঙ্গে থাকা সদস্যরা। আহতাবস্থায় শান্তকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার বিকেলে তার লাশ হস্তান্তর করা হয়।
বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন, ‘‘শনিবার সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে শান্তর লাশ হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব