ফতুল্লা থেকে মোটর সাইকেল চুরি, সুনামগঞ্জ থেকে উদ্ধার করল পিবিআই : গ্রেপ্তার ২
Published: 13th, February 2025 GMT
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন জেলা কারাগারের বিপরীতে আয়কর অফিসের সামনে থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত ২৬ জানুয়ারি দুপুর ১টা ৫০ মিনিটের সময় ফতুল্লায় আয়কর অফিসের সামনে থেকে ভুক্তভোগীর ব্যবহৃত মোটরসাইকেল (রেজিঃ নং- ঢাকা মেট্রো ৩৩-৬৯৯০, মডেল জ১৫, ঠ৩, নীল রঙের, মূল্য ৪,৭৫,০০০ টাকা) চুরি হয়ে যায়।
ঘটনার পর অ্যাডিশনাল আইজিপি, পিবিআই হেডকোয়ার্টার্স এবং পুলিশ সুপার, পিবিআই, নারায়ণগঞ্জ জেলার তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরচক্রের অবস্থান শনাক্ত করে জানা যায়, মোটরসাইকেলটি সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন এলাকায় রয়েছে।
নারায়ণগঞ্জ পিবিআইয়ের একটি বিশেষ দল ১১ ফেব্রুয়ারি সকাল ৬টার দিকে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। পরে ১২ ফেব্রুয়ারি ছাতক থানার সহায়তায় ছাতক জামে মসজিদের সামনে থেকে দুই চোরচক্র সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলো সুনামগঞ্জ ছাতক উপজেলার মোঃ সাকিব মাহামুদ (২৭), মোঃ মিজানুর রহমান (২৫)।
তাদের দখলে থাকা চুরি হওয়া মোটরসাইকেলটি নম্বরবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর মিলিয়ে জব্দ তালিকা অনুযায়ী সেটি নিশ্চিত করা হয় এবং আসামিদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত দুই আসামি অভ্যাসগত মোটরসাইকেল চোর এবং আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। তারা চুরি করা মোটরসাইকেল সংগ্রহ ও কেনাবেচার সঙ্গে জড়িত।
তদন্তের স্বার্থে আরও অপরাধীদের শনাক্ত ও গ্রেফতার করতে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তাদের আদালতে হাজির করে একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
পিবিআই নারায়ণগঞ্জ জেলার এক কর্মকর্তা জানান, “আসামিরা দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল ব্যবসার সঙ্গে জড়িত। তাদের গ্রেফতারের ফলে চোরচক্রের আরও তথ্য পাওয়া যাবে। তদন্ত অব্যাহত রয়েছে।”
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ স ন মগঞ জ
এছাড়াও পড়ুন:
আজাদের নির্দেশে বিশনন্দী ইউনিয়নে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ( ঢাকা বিভাগীয় বিএনপি ) সহ-সাংগঠনিক সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থী ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ থেকে বিএনপি মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম আজাদের নির্দেশে বিশনন্দী ইউনিয়নে মানিকপুর বাজারে গনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে বিশনন্দী ইউনিয়নে মানিকপুর বাজারে এই গনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কালে রাকিবুল ইসলাম রাকিব বলেন দেশনায়ক তারেক রহমান বলেছেন, বিগত দিনে আন্দোলন সংগ্রামের যারা মাঠে ছিলেন এবং হামলা মামলা সময় নেতাকর্মীদের পাশে ছিলেন ও জনগণের সাথে যাদের সম্পর্ক আছে দল তাকে মূল্যায়ন করবে।আপনার জননেতা নজরুল ইসলাম আজাদ ভাইয়ের জন্য কাজ করেন। তারেক রহমানের ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরেন।
গনসংযোগ কালে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আজারুল ইসলাম লাভলু, আড়াইহাজার পৌর বিএনপি সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর সাকিব, নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসাইন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক নবী হোসাইন,সাবেক যুগ্ম আহবায়ক রাসেল মোল্লা, সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল খান, সাংগঠনিক সম্পাদক শান্ত আহমেদ, গোপালদী পৌর ছাত্রদল নেতা ইসমাইল হোসেন অপু, ইয়ামিন বিশনন্দী ইউনিয়ন বিএনপি সভাপতি গাজী মাসুদ, সাধারণ সম্পাদক খাজা মাইনউদ্দিন, যুবদল নেতা নুরুল ইসলাম জুয়েল,সাইজুদ্দিনসহ অসংখ্য নেতৃবৃন্দ।