গতকাল ১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হলো ভালোবাসা দিবস। প্রেম উদ্‌যাপনের দিন পেরোতেই অনেক যুগল হয়তো সম্পর্ক নিয়ে নতুন হিসাব কষতে বসেছেন। বিশেষত পুরোনো যুগলদের মাথায় হাজারটা সংশয়, অমীমাংসিত প্রশ্ন। মানুষের চিরায়ত ধারণা, সময় গড়ালে প্রেম ফিকে হয়ে আসে। আবেগ-আকর্ষণ, মায়া-মুগ্ধতা কমে যায়। আলগা হয়ে যেতে থাকে পারস্পরিক প্রতিশ্রুতির সুদৃঢ় বাঁধন। সঙ্গীর প্রতি বাড়তি যত্ন নেওয়ার অভ্যাসেও কেমন একটা ভাটা পড়ে। সময়ের ফেরে সম্পর্কে সৃষ্টি হয় তিক্ততা। উবে যাওয়া প্রেম প্রতিস্থাপিত হয় অভিযোগ-অনুযোগে। প্রেম নয়, কেবল চোখে পড়ে সঙ্গীর ভুল আর ব্যর্থতা। অথচ সম্পর্ক বিশ্লেষকেরা বলছেন, রাখতে জানলে যেকোনো সম্পর্কই চিরকাল নতুন থাকে। হ্যাঁ, আজই সেই মোক্ষম দিন।

আজ ১৫ ফেব্রুয়ারি, লাভ রিসেট ডে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন

ছবি: অ্যাপল

সম্পর্কিত নিবন্ধ