ফেনী নদীর ভাঙনে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নে কয়েকটি গ্রামের পাঁচ শতাধিক বাড়িঘর ও স্থাপনা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। অনেকে পরিবার-পরিজন নিয়ে বেড়িবাঁধের ওপর আশ্রয় নিয়েছেন। ভাঙন রোধে স্থানীয়রা নদীর বাঁক সোজাকরণ ও ড্রেজিংয়ের দাবি জানিয়েছেন।
‘আগে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়ন থেকে নদী ছিল আরও দুই কিলোমিটার পূর্বে মিরসরাইয়ের দিকে। কিন্তু ভাঙনের কারণে নদী এখন আমিরাবাদ ইউনিয়নে ঢুকে পড়েছে; স্কুল, মাদ্রাসা, বাড়িঘর সব ভেঙে নিয়ে যাচ্ছে। আমার দুই কানি জমি নদীতে বিলীন হয়ে গেছে।’ কথাগুলো বলছেন, ‘সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা আবদুল হালিম।
একই ইউনিয়নের বাসিন্দা ওমর কাজি মোহাম্মদ বলেন, ‘আমাদের ১২ কানি জমি ছিল তা নদীতে বিলীন হয়ে গেছে। কাগজের দলিলে থাকা বাড়িঘর, মুরগির খামার, গরুর খামার ও ফসলি জমি সবকিছু নদীতে চলে গেছে। নদীর পাড়ে যে বাড়িঘরগুলো দেখছেন এগুলো সব সরকারি জায়গায় নির্মাণ করা। বর্তমানে দুই কানি জমি অবশিষ্ট আছে আমাদের, তা দিয়ে কোনো রকম জীবনযাপন করছি।’
স্থানীয় কৃষক মোহাম্মদ মহসিন বলেন, ‘নদীর মাঝখানে মিরসরাই উপজেলার লোকজনের মৎস্য প্রকল্পের কারণে নদীর পূর্ব অংশের পানির চাপে পশ্চিম অংশে ভাঙন তীব্র হয়েছে। আমার তিনবার বাড়িঘর ভেঙেছে। ফেনী অংশের লোকজনকে বাঁচাতে বাঁকা নদী সোজা করতে হবে।’
নদী ভাঙনের হাত থেকে রক্ষার জন্য স্থানীয় এলাকাবাসী নদীর পাড়ে দফায় দফায় মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন। তারপরও কোনো কাজ হচ্ছে না।
আমিরাবাদ ইউনিয়নের বাসিন্দা নুর উদ্দিন বলেন, ‘আমরা নদীর পাড়ে যেখানে দাঁড়িয়েছি, সেখান থেকে দুই কিলোমিটার পূর্বে ফসলি জমি ছিল। নদীর পূর্বে পাশে মিরসরাইয়ের লোকজন নদীর পাড়ে মাছ চাষ করছেন। তারা নদীর মধ্যে বাঁধ দিয়ে চর দখলে নেওয়ায় পানি পশ্চিম দিকে গড়িয়ে ফেনীর অংশে যাচ্ছে এবং নদী ভেঙে যাচ্ছে। বাঁকা নদী সোজা ও খনন করার জন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেয়েছে। কিন্তু তা করছে না। দ্রুত কাজ করার জন্য অনুরোধ করছি।’
পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাজেদুর রহমান বলেন, ‘মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ভাঙন নিয়ে গবেষণা চলছে। নদীর পূর্ব পাশে বিশাল চর জেগেছে। সরকার এ চরকে কীভাবে সঠিক ব্যবহারে আনতে পারে সে বিষয়ে আমরা রিপোর্ট দেব। আশা করছি নদী খনন ও বাঁকা নদী সোজা করে নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নিতে পারব।’
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//