পটুয়াখালী জেলা সুহৃদ সমাবেশের ১৭ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পলাশ চন্দ্র হাওলাদারকে আহ্বায়ক, হামিদা আক্তার রিমি ও ঐশী রায়কে যুগ্ম আহ্বায়ক এবং সাইয়ারা আফিয়া ঝুমুরকে সদস্য সচিব করে ৮ ফেব্রুয়ারি দ্বিবার্ষিক সুহৃদ উৎসবের সাংগঠনিক আলোচনায় আগামী তিন মাসের জন্য এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ সময় সমকালের জ্যেষ্ঠ সহ-সম্পাদক ও সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক মো.
এ আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্যরা হচ্ছেন– সিনিয়র সুহৃদ মুহাম্মদ জাকির হোসেন, মাহবুবা হক মেবিন ও রুবিনা রুবি, সুহৃদ কাজী রফিকুল ইসলাম রাহাত, ফারহানা ইয়াসমিন ছন্দা, মো. জিয়াউর রহমান, মো. নাজমুল খান, মোসা. হাওলাদার অনু, মোসা. হালিমা বিশ্বাস, সাদিয়া আফরিন তামান্না, রাবিনা আক্তার আমরিন, ঈশিতা ও জান্নাতুল ফেরদৌসি বৃষ্টি। এ ছাড়া জেলা সুহৃদ সমাবেশে সাধারণ সদস্য হিসেবে যুক্ত রয়েছেন আরও ৩৪ জন সদস্য।
এ কমিটিতে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন বিশিষ্ট কবি ও লেখক গাজী হানিফ, সৈয়দ আব্দুল ওয়াদুদ, বাবুল চন্দ্র হাওলাদার, সৈয়দ তাজুল ইসলাম, জ্যোৎস্না কর্মকার ও সোনিয়া কর্মকার প্রমুখ। v
সুহৃদ, পটুয়াখালী
উৎস: Samakal
কীওয়ার্ড: সদস য
এছাড়াও পড়ুন:
পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৫ আসনের বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পিসিএস রেস্টুরেন্টের সেমিনার হলরুমে এই সভা হয়।
আরো পড়ুন:
ধানের শীষ পেলেন মাত্র ১০ নারী, মোট প্রার্থীর ৪.২২ শতাংশ
খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী মঞ্জু
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সাবেক সভাপতি মীর্জা আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম বাদশা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। দলের মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ, মতবিরোধ করা চলবে না। সাধারণ মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবে। যা সাধারণ মানুষের কল্যাণ ও রাষ্ট্র উন্নয়নের কাজ করবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
ঢাকা/শাহীন/বকুল