পটুয়াখালী জেলা সুহৃদ সমাবেশের ১৭ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পলাশ চন্দ্র হাওলাদারকে আহ্বায়ক, হামিদা আক্তার রিমি ও ঐশী রায়কে যুগ্ম আহ্বায়ক এবং সাইয়ারা আফিয়া ঝুমুরকে সদস্য সচিব করে ৮ ফেব্রুয়ারি দ্বিবার্ষিক সুহৃদ উৎসবের সাংগঠনিক আলোচনায় আগামী তিন মাসের জন্য এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ সময় সমকালের জ্যেষ্ঠ সহ-সম্পাদক ও সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক মো.
এ আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্যরা হচ্ছেন– সিনিয়র সুহৃদ মুহাম্মদ জাকির হোসেন, মাহবুবা হক মেবিন ও রুবিনা রুবি, সুহৃদ কাজী রফিকুল ইসলাম রাহাত, ফারহানা ইয়াসমিন ছন্দা, মো. জিয়াউর রহমান, মো. নাজমুল খান, মোসা. হাওলাদার অনু, মোসা. হালিমা বিশ্বাস, সাদিয়া আফরিন তামান্না, রাবিনা আক্তার আমরিন, ঈশিতা ও জান্নাতুল ফেরদৌসি বৃষ্টি। এ ছাড়া জেলা সুহৃদ সমাবেশে সাধারণ সদস্য হিসেবে যুক্ত রয়েছেন আরও ৩৪ জন সদস্য।
এ কমিটিতে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন বিশিষ্ট কবি ও লেখক গাজী হানিফ, সৈয়দ আব্দুল ওয়াদুদ, বাবুল চন্দ্র হাওলাদার, সৈয়দ তাজুল ইসলাম, জ্যোৎস্না কর্মকার ও সোনিয়া কর্মকার প্রমুখ। v
সুহৃদ, পটুয়াখালী
উৎস: Samakal
কীওয়ার্ড: সদস য
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে