সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশকে একটি জনবান্ধব পররাষ্ট্রনীতি ঠিক করতে হবে। যেখানে চিরায়ত সম্পর্ক থাকা দেশগুলোর বাইরেও অর্থনৈতিক দিক বিবেচনায় নতুন বাজার খুঁজতে হবে। ততৃীয় বিশ্বের মুখপাত্র হিসেবে বাংলাদেশের অবস্থান ধরে রাখার পাশাপাশি প্রভাবশালী দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ ও দক্ষ পররাষ্ট্রনীতি গড়তে হবে। পাশাপাশি ডানপন্থীদের উত্থান ও জঙ্গিবাদের প্রোপাগান্ডার চ্যালেঞ্জ মোকাবিলায়ও জোর দিতে হবে।

রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে আজ মঙ্গলবার জাতীয় নাগরিক কমিটি আয়োজিত এক সংলাপে এ কথা উঠে আসে। দিনব্যাপী ‘গণ–অভ্যুত্থান উত্তর বাংলাদেশের পররাষ্ট্রনীতি: নতুন দিগন্তের সন্ধানে’ শীর্ষক সংলাপের প্রথম সেশনে বক্তারা এ কথা বলেন। প্রথম সেশনের বিষয় ছিল, ‘গণ–অভ্যুত্থান উত্তর পররাষ্ট্র নীতির গতিমুখ’।

সংলাপে রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, ভারত ঘনিষ্ঠ প্রতিবেশী এবং চারদিক দিয়ে পরিবেষ্টিত। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ থাকলে অশান্তি হয়। ভারত চাইবেই বাংলাদেশকে হাতের মুঠোয় নিতে। কারণ, এর সঙ্গে তাদের নিরাপত্তার বিষয়টিও জড়িত। আর শুধু ভারতকে দোষ দিয়ে লাভ নেই। সব দেশই নিজের স্বার্থ দেখে। বাংলাদেশ শুধু নিজের স্বার্থ বিসর্জন দিয়েছিল। তিনি বলেন, সামনে ভারত ও চীন এ অঞ্চলে অত্যন্ত প্রভাবশালী হবে। সে ক্ষেত্রে বাংলাদেশকে দক্ষতার সঙ্গে পররাষ্ট্রনীতি মোকাবিলা করতে হবে। প্রধান উপদেষ্টা সার্কভুক্ত ও দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানোর কথা বলেছেন। এখানে কাজ করা প্রয়োজন।

ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখা প্রয়োজন বলে উল্লেখ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান এ এস এম আলী আশরাফ। পরারাষ্ট্রনীতিতে অর্থনৈতিক বিষয়ে জোর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেখতে হবে, কাদের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বেশি। রাতারাতি এই বাণিজ্য অংশীদার পরিবর্তন করা যাবে না। এদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে বাজার আরও বিস্তৃত করায় মনোযোগ দিতে হবে। তিনি আরও বলেন, নিজেদের স্বার্থেই প্রভাবশালী দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে। পাশাপাশি বাংলাদেশ তৃতীয় বিশ্বের যেভাবে নিজেকে মুখপাত্র হিসেবে দাঁড় করিয়েছে, সেই অবস্থানও ধরে রাখতে হবে।

এ এস এম আলী আশরাফ বলেন, বাংলাদেশের বিরুদ্ধে এখন নানা প্রোপাগান্ডা আছে যে এখানে উগ্রবাদ মাথাচাড়া দিচ্ছে। সে ক্ষেত্রে এটা খুব সাবধানে দেখতে হবে। উগ্রবাদ নিয়ে বাইরে কোনো উদ্বেগ আছে কি না, সে বিষয়গুলো পররাষ্ট্রনীতিতে বিবেচনায় আনতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, অগণতান্ত্রিক সরকার যখন থাকে, তখন তাদের ক্ষমতার উৎস হয় রাষ্ট্রযন্ত্র এবং বাইরের শক্তি, যা গত ১৬ বছর ছিল। পররাষ্ট্রনীতি ছিল নতজানু। তিনি বলেন, বিএনপি সব সময় সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি মেনে চলেছে।

মাহদী আমিন বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে বড় প্রত্যাশা ছিল, ফ্যাসিবাদের দোসরদের না রাখা। কিন্তু পররাষ্ট্রনীতি যাঁরা দেখছেন, সেখানে এখনো অনেক ফ্যাসিবাদের দোসর রয়ে গেছেন।

শেখ হাসিনার সময়ে বাংলাদেশে কোনো পররাষ্ট্রনীতিই ছিল না উল্লেখ করে রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেন, পরিবর্তিত সময়ে পররাষ্ট্রনীতিতে সার্বভৌম বাংলাদেশের নীতি কী হবে, সে বার্তা দিতে হবে। বিশ্বে এখন অশান্ত পরিস্থিতি চলছে, চারদিকে ডানপন্থীদের উত্থান। বাংলাদেশেও যদি সে ধরনের কিছু হয়, তবে সেটা ধর্মপন্থী হবে। সেটা হলে আগামীর দিন চ্যালেঞ্জিং হবে। কারণ, ৫ আগস্টের পরের কিছু ঘটনায় সে রকম মনে হতে পারে যে দেশের ক্ষমতা ডানপন্থীদের হাতে চলে গেল কি না। যেটাকে ভারত প্রচারের চেষ্টা করে যাচ্ছে।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, জাতি হিসেবে বাঙালি জাতিকে বিশ্বমানচিত্রে প্রভাব রাখা এবং সেটা দক্ষিণ এশিয়ায় কতটা নেতৃত্ব দিতে পারবে, সেটা নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে হবে। সঠিক জায়গায় সঠিক মানুষ বসানো যায়নি। তিনি বলেন, গত ১৫ বছরে বাংলাদেশ শুধু দিয়েছে। বাহাত্তরে একটি দেশের কাছে দেশের পররাষ্ট্রনীতি বিক্রি করে দেওয়া হয়। একটি দেশের সেবাদাস হিসেবে থেকেছে। সেখান থেকে উঠে দাঁড়ানো যায়নি।

নাসীরুদ্দীন পাটোয়ারী আরও বলেন, ভারতের বিরুদ্ধে সারা দিন স্লোগান দিয়েও হবে না, বরং ফ্যাক্ট (তথ্য) নিয়ে কথা বলতে হবে। ভবিষ্যতে নেতৃত্ব দিতে হলে বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি থাকতে হবে। এই প্রজন্মকে চব্বিশের অর্জন টেনে নিয়ে এগোতে হবে, নয়তো মানুষ অভিশাপ দেবে।

সংলাপে স্বাগত বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি সম্পাদক আলাউদ্দীন মোহাম্মদ। প্রথম সেশন সঞ্চালনা করেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য মনিরা শারমিন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পরর ষ ট র

এছাড়াও পড়ুন:

দলের প্রতি অনুগত থাকার অঙ্গীকার, জামায়াতে যোগ দি‌লেন মেজর (অব.) আ

বিএনপির সা‌বেক নেতা, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলা‌দেশ জামায়াতে ইসলামী‌তে যোগদান ক‌রে‌ছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে দ‌লের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ ক‌রার মধ‌্য দি‌য়ে আনুষ্ঠা‌নিকভা‌বে তিনি জামায়া‌তে যোগ দেন। 

মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। 

দল‌টি‌তে যোগ‌ দি‌য়ে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।

ডা. শফিকুর রহমান এ সময় তাকে ফুল দি‌য়ে বরণ ক‌রেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। বিএন‌পিতে থাকা অবস্থায় দলটির বিরু‌দ্ধে মন্তব‌্য করাসহ নানা ‌বিত‌র্কিত কর্মকা‌ণ্ডের জন‌্য তিনি আলোচিত হন।  

বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

ঢাকা/নঈমুদ্দীন// 

সম্পর্কিত নিবন্ধ