সারাদেশে সফটওয়্যার ও ডিজিটাল সেবাপণ্য নির্মাতাদের সংগঠন বেসিসের নির্বাচন আগামী জুন মাসের শেষভাগে হতে পারে বলে জানিয়েছেন বেসিস সহায়ক কমিটির চেয়ারম্যান রাফেল কবির। এর আগে সংগঠনের সংস্কার প্রক্রিয়া নিয়ে কাজ করবে সহায়ক কমিটি।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগ থেকে ৪ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের অতিরিক্ত সচিব মুহম্মদ মেহেদী হাসানকে বেসিসের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রশাসককে সহযোগিতা করতে সংগঠনের ১১ জন সদস্যকে নিয়ে গত ৮ ডিসেম্বর ‘সহায়ক কমিটি’ গঠন করা হয়। সহায়ক কমিটিতে রাফেল কবিরকে চেয়ারম্যান, সৈয়দ মামনুন কাদের ও মো.
রাফেল কবির জানান, বর্তমানে বেসিসের সংস্কার কার্যক্রমকে সহায়তা করতে তিনটি কমিটি কাজ করছে। কমিটির মধ্যে রয়েছে গঠনতন্ত্র সংশোধন, আর্থিক নিরীক্ষা ও মেম্বারশিপ অডিট কমিটি। তিনটি কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট জমা দিলে নির্বাচন কাযক্রম এগিয়ে যাবে।
সহায়ক কমিটি সূত্রে জানা গেছে, বেসিসের সদস্য সংখ্যা বর্তমানে ২ হাজার ৭০০ ছাড়িয়েছে। যার মধ্যে ৬০ শতাংশ সদস্য নিষ্ক্রিয়। তাদের সক্রিয় করার প্রচেষ্টা চলছে। আগামী নির্বাচনে ভোটার সংখ্যা হাজারের বেশি করার উদ্যোগ নেওয়া হয়েছে। সুতরাং, আগামী নির্বাচনে ভোটার সংখ্যা বাড়বে। নির্বাচনী ধারাতে বেশ কিছু পরিবর্তন আসবে।
দায়িত্ব প্রসঙ্গে রাফেল কবির সমকালকে বলেন, ৮ ডিসেম্বর সহায়ক কমিটির দায়িত্ব নিয়েছি। যার প্রাথমিক মেয়াদ ১২০ দিন। হিসাব বলছে, আগামী ৪ এপ্রিল দায়িত্ব শেষ হওয়ার কথা। অন্য সংগঠনকে যেহেতু নির্বাচন অনুষ্ঠানের জন্য সময় বাড়ানো হয়েছে। আশা করছি, বর্তমান কমিটি কিছুটা বর্ধিত সময় পাবে।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর নির্বাহী কমিটির সভায় জ্যেষ্ঠ সহসভাপতি এম রাশিদুল হাসানকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামে এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জামালপুর সীমান্ত পিলার ১৫২/৭ এস মেইন পিলারের নিকট কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশ হস্তান্তর করেন।
শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শিপন আলীর ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাতে শান্ত ১০-১২ জন সহযোগী নিয়ে জামালপুর সীমান্ত দিয়ে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের নিউ উদয় বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা গুলি ছুঁড়লে শান্ত গুলিবিদ্ধ হন। পালিয়ে যান সঙ্গে থাকা সদস্যরা। আহতাবস্থায় শান্তকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার বিকেলে তার লাশ হস্তান্তর করা হয়।
বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন, ‘‘শনিবার সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে শান্তর লাশ হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব