সিরাজগঞ্জ সদর থানার ভিতরে জব্দকৃত পরিত্যক্ত একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জ সদর থানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, থানার ভেতরের রাখা পরিত্যক্ত মাইক্রোবাসে আগুন লেগেছিল। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের ফেলে দেওয়া জ্বলন্ত অংশ থেকে আগুন লাগে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পরীফুল ইসলাম বলেন, “থানায় জব্দ করা পরিত্যক্ত গাড়িতে আগুন লেগেছে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করি। তবে তদন্ত ছাড়া আগুন লাগার সুনির্দিষ্ট কারণ বলা যাচ্ছে না।”
ঢাকা/অদিত্য/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
অমর একুশে বইমেলা, ২০২৬ চলতি বছরের ১৭ ডিসেম্বর শুরু হবে। চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলার তারিখ নির্ধারণ-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিস্তারিত আসছে...
ঢাকা/রায়হান/রফিক