কবিতাপ্রেমীদের আনন্দ দেবে ‘অসীমের ভেলা’
Published: 20th, February 2025 GMT
হাজার বছর ধরে বাঙালি তার মনের ভাব ও সৃষ্টিশীলতাকে যেভাবে প্রকাশ করেছে এবং সময়ে–সময়ে বাংলা কবিতা যেভাবে বাঁক নিয়েছে, তার এক অসাধারণ সংকলন ‘অসীমের ভেলা’। যা পড়ে কবিতাপ্রেমীরা আনন্দ পাবেন। কবিতা সংগ্রহটি নিয়ে আলোচনায় এভাবেই বক্তারা নিজেদের ভাবনাগুলো জানান। যেখানে কবিতা নিয়ে আলোচনার সঙ্গে ছিল কবিতা আবৃত্তিও।
গতকাল বুধবার রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে বাতিঘরের বিপণন কেন্দ্রে আয়োজিত হয় আবদুল্লাহ আবু সায়ীদ সম্পাদিত ‘অসীমের ভেলা’ শীর্ষক সংকলনের পাঠ উন্মোচন। বাতিঘরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্য জগতের নানাজন উপস্থিত ছিলেন।
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ নিজের এই সংকলন সম্পর্কে বলেন, তিনি যে কদিন বেঁচে থাকবেন, তত দিন এই সংকলনের সংস্কার চলতে থাকবে। তিনি কবিতা বাছাইয়ের ক্ষেত্রে কোনো নীতি–আদর্শ, আধুনিক–অনাধুনিক, কোনো দলাদলি বিবেচনায় নেননি; বরং যেটাকে শিল্প মনে করেছেন, সেটাই নিয়েছেন।
নারী কবিদের কবিতা স্থান পাওয়া প্রসঙ্গে এই শিক্ষাবিদ বলেন, পরবর্তী সংস্করণে বেগম রোকেয়া, কামিনী রায়সহ অন্য কবিদের কবিতা রাখবেন। তবে সেটা নারী বিবেচনায় নয়, কবিতার গুণেই রাখবেন। দলমত, ধারা নয়, শিল্পগুণই তাঁর কাছে মুখ্য।
তাঁর সংকলনে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সবচেয়ে বেশি, এ প্রসঙ্গে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, জীবনের প্রতিটা মুহূর্তে রবীন্দ্রনাথের কবিতার লাইন রয়েছে। তিনি রবীন্দ্রনাথের একটি কবিতা পড়েও শোনান। সংকলন প্রসঙ্গে বলেন, প্রতিদিন সকালে উঠে তিনি এই সংকলন থেকে দু–তিনটা কবিতা পড়েন, এতে তাঁর দিনটা সুন্দর হয়ে যায়।
আলোচনায় অংশ নিয়ে প্রথম আলোর নির্বাহী সম্পাদক ও কবি সাজ্জাদ শরিফ হাজার বছর ধরে বাঙালির মনের ভাব ও সৃষ্টিশীলতার যে প্রকাশ, তা এই সংকলনের মধ্যে অনেকটা প্রকাশ পেয়েছে। বাংলা কবিতার নানা সংকলন রয়েছে। ভালো যেসব সংকলনের কথা সামনে আসে, তাতে অবশ্য বাংলাদেশ কম থাকে; কিন্তু এই অসীমের ভেলায় সেটা নেই।
সাজ্জাদ শরিফ দুটো কবিতা পড়ে শোনান। এ ছাড়া তিনি বলেন, এই সংকলন একটি অসামান্য কাজ। এটা সামনের সংস্করণের মধ্য দিয়ে আরও সমৃদ্ধ হয়ে উঠবে বলে তিনি আশা করেন।
লেখক ও গবেষক কুদরত ই খুদা বলেন, কবিতা পড়ে যাঁরা আনন্দ পেতে চান, তাঁদের জন্য এটা ভালো সংকলন। এতে অহেতুক পাণ্ডিত্য ও তাত্ত্বিক বিষয় নেই। আবদুল্লাহ আবু সায়ীদের মৌলিক বইয়ের মতোই এটা পড়া যায়। বাংলা কবিতা কখন ভাষাগতভাবে, চিন্তাগতভাবে কীভাবে বাক্ নিচ্ছে, তার ধারাবাহিক ইতিহাস পাওয়া যাবে এই সংকলনে।
আরেক গবেষক আসলাম আহসান বলেন, এই সংকলন দল–মত রাজনীতির ঊর্ধ্বে। সংকলনটি প্রাচীনযুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগে ভাগ করা। তিনি আবদুল্লাহ আবু সায়ীদের এই সংকলনপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকার কথা উল্লেখ করে বলেন, এটা তাঁর জন্য একটা শিক্ষাসফর। তিনি নিজেও সংকলন থেকে কবিতা পড়ে শোনান।
পাঠ উন্মোচনের ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী রাশেদ হাসান এবং অভিনেত্রী ত্রপা মজুমদার। শুরুতে সূচনা বক্তব্যে সংকলনের পেছনের গল্প তুলে ধরেন বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ। উপস্থিত ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদারসহ সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের নানাজন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স কলন র
এছাড়াও পড়ুন:
দলের প্রতি অনুগত থাকার অঙ্গীকার, জামায়াতে যোগ দিলেন মেজর (অব.) আ
বিএনপির সাবেক নেতা, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন।
মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন।
দলটিতে যোগ দিয়ে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।
ডা. শফিকুর রহমান এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।
যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। বিএনপিতে থাকা অবস্থায় দলটির বিরুদ্ধে মন্তব্য করাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তিনি আলোচিত হন।
বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ঢাকা/নঈমুদ্দীন//