এমন একটি মুহূর্তের জন্য নিশ্চয়ই অনেক বছর ধরে অপেক্ষায় ছিলেন কিলিয়ান এমবাপ্পে। শৈশবে ক্রিস্টিয়ানো রোনালদোর পোস্টারে ঠাসা ঘরটায় বসেও হয়তো অসংখ্যবার দেখেছেন এই স্বপ্ন—মাঠ ছেড়ে যাওয়ার সময় উঠে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছেন সান্তিয়াগো বার্নাব্যুতে উপস্থিত দর্শক। এমবাপ্পে এমন স্বপ্ন দেখুন বা না দেখুন সত্যি কথা হচ্ছে গতকাল রাতে এমন এক স্বপ্নময় মুহূর্তে ভ্রমণ করেছেন এমবাপ্পে।

ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ প্লে–অফের দ্বিতীয় লেগে হ্যাটট্রিক করে মাঠ ছাড়ার সময় এমবাপ্পেকে দাঁড়িয়ে সম্মান জানিয়েছেন রিয়াল সমর্থকেরা। সম্মাননা পাওয়ার ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে কয়েক মাস ধরে তাঁকে ঘিরে তৈরি হওয়া সব সংশয় ও অনিশ্চয়তাকেও তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন এমবাপ্পে। এমনকি ম্যাচ শেষে এই ফরাসি তারকার ‘রোনালদোর পর্যায়ে পৌঁছানোর সামর্থ্য আছে’ বক্তব্যে উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

নানা নাটকীয়তার পর চলতি মৌসুমে পিএসজি থেকে রিয়ালে যোগ দিয়েছেন এমবাপ্পে। শুরুতে থিতু হতে একটু সময় নিলেও এখন রীতিমতো উড়ছেন এই ফরোয়ার্ড। সব মিলিয়ে এখন পর্যন্ত রিয়ালের হয়ে ২৮ গোল করেছেন এমবাপ্পে। যেখানে সর্বশেষ সংযোজন গতকাল রাতের হ্যাটট্রিক।

আরও পড়ুনএমবাপ্পে‍+ম্যানচেস্টার সিটি‍=ভালোবাসার গল্প৪ ঘণ্টা আগে

ম্যাচ শেষে এমবাপ্পের মধ্যে অসীম সম্ভাবনা দেখার কথা বলেছেন আনচেলত্তি, ‘তার রোনালদোর পর্যায়ে যাওয়ার মতো সামর্থ্য রয়েছে। এ জন্য তাকে পরিশ্রম করতে হবে। কারণ, রোনালদো মানদণ্ডটা অনেক ওপরে রেখেছে। আর এমবাপ্পে এই ক্লাবের হয়ে মাত্রই শুরু করেছে।’

গোল করছেন এমবাপ্পে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ছ ন এমব প প

এছাড়াও পড়ুন:

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামে এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।

শনিবার (১৩‌ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জামালপুর সীমান্ত পিলার ১৫২/৭ এস মেইন পিলারের নিকট কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশ হস্তান্তর করেন।

শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শিপন আলীর ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাতে শান্ত ১০-১২ জন সহযোগী নিয়ে জামালপুর সীমান্ত দিয়ে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের নিউ উদয় বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা গুলি ছুঁড়লে শান্ত গুলিবিদ্ধ হন। পালিয়ে যান সঙ্গে থাকা সদস্যরা। আহতাবস্থায় শান্তকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার বিকেলে তার লাশ হস্তান্তর করা হয়।

বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন, ‘‘শনিবার সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে শান্তর লাশ হস্তান্তর করা হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ