বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কনসার্ট স্থগিত
Published: 21st, February 2025 GMT
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশের অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট ‘রিবিল্ডিং দ্য নেশন’ হঠাৎ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজকরা।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলা মাঠে এ কনসার্ট হওয়ার কথা ছিল।
আয়োজকরা জানিয়েছেন, দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত স্থগিত করা হয়েছে জমকালো এ গানের আসর। খুব শিগগিরই নতুন তারিখসহ বিস্তারিত তথ্য জানানো হবে।
এই কনসার্টের প্রধান আকর্ষণ ছিলেন নগর বাউল হিসেবে খ্যাত জনপ্রিয় সঙ্গীতশিল্পী জেমস। এ কনসার্টে ব্যান্ড দল চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, সঙ্গীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ অনেকের অংশ নেওয়ার কথা ছিল।
জুলাই গণঅভ্যুত্থানে যারা নিজেদের ক্যারিয়ারের কথা চিন্তা না করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন, সেসব দেশীয় শিল্পীকে নিয়ে ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্ট আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। খুব শিগগরিই কনসার্টের নতুন তারিখ জানাবেন আয়োজকরা।
ঢাকা/হাসান/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২১ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে।
নির্বিঘ্ন, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭২ হাজার ৬২ জন পরীক্ষার্থী আবেদন করে। গত ২৫ এপ্রিল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২৮ এপ্রিল ফলাফল প্রকাশিত হয়। আগামী ৯ মে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।