সফট পাওয়ার সূচকে শীর্ষে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় চীন
Published: 21st, February 2025 GMT
২০২৫ সালের ব্র্যান্ড ফিন্যান্স গ্লোবাল সফট পাওয়ার ইনডেক্সে যুক্তরাজ্যকে অতিক্রম করে দ্বিতীয় স্থান অর্জন করেছে চীন। শীর্ষ স্থান বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। চীনের স্কোর ১০০ এর মধ্যে ৭২.৮, যা দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ব্রিটিশ পরামর্শক সংস্থা ব্র্যান্ড ফিন্যান্স প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গ্লোবাল সফট পাওয়ার সূচকে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের গ্লোবাল ইমেজের বিভিন্ন মাত্রা বিশ্লেষণ করা হয়। ১ লাখ ৭০ হাজার জনেরও বেশি মানুষের মধ্যে পরিচালিত একটি জরিপের ওপর ভিত্তি করে এ তালিকা তৈরি করা হয়। মূলত সাংস্কৃতিক, অর্থনৈতিক ও প্রযুক্তিসহ নানা ক্ষেত্রে অগ্রগতির ফলে অন্যান্য দেশের জনগণের কাছে আকর্ষণীয় দেশ হিসেবে পরিণত হওয়ার দক্ষতা নির্দেশ করে এই সূচক।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, চীন ২০২৪ সাল থেকে সফট পাওয়ারের ছয়টি গুরুত্বপূর্ণ স্তম্ভে উল্লেখযোগ্য উন্নতি করেছে। বিশেষ করে, বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ, টেকসই ভবিষ্যৎ অর্জনে চীনের অধিক মনোযোগ এবং শক্তিশালী দেশীয় ব্র্যান্ডগুলো আন্তর্জাতিক বাজারে প্রবেশ করা।
ব্র্যান্ড ফিন্যান্সের চেয়ারম্যান ডেভিড হেইগ বলেছেন, “চীন সফট পাওয়ারের আটটি স্তম্ভের ছয়টিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
ঢাকা/হাসান/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামে এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জামালপুর সীমান্ত পিলার ১৫২/৭ এস মেইন পিলারের নিকট কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশ হস্তান্তর করেন।
শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শিপন আলীর ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাতে শান্ত ১০-১২ জন সহযোগী নিয়ে জামালপুর সীমান্ত দিয়ে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের নিউ উদয় বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা গুলি ছুঁড়লে শান্ত গুলিবিদ্ধ হন। পালিয়ে যান সঙ্গে থাকা সদস্যরা। আহতাবস্থায় শান্তকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার বিকেলে তার লাশ হস্তান্তর করা হয়।
বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন, ‘‘শনিবার সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে শান্তর লাশ হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব