বগুড়ায় শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে নাগরিক ঐক্যের নেতাকে ছুরিকাঘাত
Published: 21st, February 2025 GMT
বগুড়ার শিবগঞ্জে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে নাগরিক ঐক্যের নেতা–কর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীদের ছুরিকাঘাতে আহত শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহীদুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে হামলার এই ঘটনায় শহীদুল ছাড়াও উপজেলা নাগরিক ঐক্যের সদস্য এনামুল হক আহত হয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে হামলার ঘটনায় বিএনপিকে দায়ী করেছে নাগরিক ঐক্য। শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাবের নেতৃত্বে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীরা এই হামলা চালান বলে অভিযোগ করেছে দলটি। তবে বিএনপি নেতারা হামলার অভিযোগ নাকচ করে দিয়ে বলছেন, নাগরিক ঐক্যের অভ্যন্তরীণ কোন্দলের জেরে হামলা হতে পারে।
হামলাকারীদের ছুরিকাঘাতে উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহীদুল ইসলামের বাঁ চোখ ও কোমরে জখম হয়েছে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে নেতা-কর্মীদের নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে ফিরছিলেন। উপজেলা সদরের সোনালী ব্যাংকসংলগ্ন এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এ হামলা করে।
হামলার খবর পেয়ে রাতেই শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো.
নেতা–কর্মীদের ওপর হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার। এই হামলার জন্য বিএনপি ও যুবদল নেতা-কর্মীদের দায়ী করে আজ শুক্রবার এক বিবৃতিতে তাঁরা বলেন, ৫ আগস্ট–পরবর্তী পরিবর্তিত বাংলাদেশে এই ধরনের হামলা কেবল কাপুরুষদের দ্বারাই সম্ভব। এই হামলা নারকীয় এবং পৈশাচিক মানসিকতার বহিঃপ্রকাশ। শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানাতে যাওয়া নাগরিক ঐক্যের নেতা–কর্মীদের ওপর এই হামলা সভ্যতা ও মানবিক মূল্যবোধের চরম বিরোধী, রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ।
অভ্যুত্থান–পরবর্তী বাংলাদেশে স্থিতিশীলতা বজায় রাখতে এসব সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয় বিবৃতিতে। হামলার বিষয়ে আগামীকাল শনিবার বেলা সাড়ে ১১টায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম প্রথম আলোকে বলেন, নাগরিক ঐক্যের নিজেদের মধ্যেই দ্বন্দ্ব আছে। আহ্বায়ক এবং সদস্যসচিবের নেতৃত্বে উপজেলার নেতারা দুই ভাগে বিভক্ত। এর জেরে তাঁরা নিজেরাই এই হামলার ঘটনা ঘটাতে পারেন। উপজেলা বিএনপি কোনোভাবেই হামলার সঙ্গে জড়িত নয়।
সংগঠনে কোন্দল থাকার কথা স্বীকার করলেও হামলার সঙ্গে নিজেরা জড়িত নয় বলে দাবি করেছেন উপজেলা নাগরিক ঐক্যের সদস্যসচিব আব্দুল বাসেদ। তিনি বলেন, আহ্বায়ক শহীদুল ইসলাম গুটিকয় নেতা–কর্মী নিয়ে শহীদ মিনারে ফুল দিতে যান। সেখান থেকে ফেরার পথে বিএনপির লোকজন তাঁর ওপর এই হামলা চালিয়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর ম দ র ফ র র পথ শ বগঞ জ উপজ ল ব এনপ র ওপর প রথম
এছাড়াও পড়ুন:
সনাহাদির উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে শহরে যুবদলের মিছিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত এরশাদ উল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমদের নেতৃত্বে শহরে বিশাল প্রতিবাদ মিছিল করেছে মহানগর যুবদল।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল তিনটায় শহরের খানপুর হাসপাতাল রোড় থেকে শহরে বিশাল প্রতিবাদ মিছিল বের করে মহানগর যুবদল। মিছিলটি খানপুর থেকে শুরু করে মেট্রোহলের মোড় হয়ে মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামনে এসে মহানগর বিএনপির মূল মিছিলের সাথে অংশগ্রহণ করেন।
এময়ে মহানগর যুবদলের নেতাকর্মীরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত এরশাদ উল্লাহর উপরে হত্যাচেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িত দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্লোগান দেয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম, ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, ফয়েজ উল্লাহ সজল,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড. শাহিন খান, কাজী নাইসুল ইসলাম সাদ্দাম, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সাল প্রমুখ ।